বিশ্বের সবচেয়ে খ্যাতিমান লেখক উইলিয়াম সেক্সপিয়ার এর জীবন ছিলো রহস্যে ঘেরা ।।এমনকি তাঁর মৃত্যুর রহস্য আজো অজানা ।।
১৩ টি বিখ্যাত নাটকের পাশাপাশি তিনি সনেট লিখেছেন ১৫৪ টি যার অনেক গুলিই প্রকাশিত হয়নি ।।এইসব সনেটের অধিকাংশই একজন সুদর্শন যুবকের প্রতি সেক্সপিয়ার এর ভালবাসার উগ্র প্রকাশ --- এ থেকে অনেকে ধারণা করেন, সেক্সপিয়ার সম্ভবত সমকামে আসক্ত ছিলেন ।। এর মধ্যে একটি সনেট (সনেট -৭৫)পড়ে দেখুন---

And for the peace of you I hold such strife
As "twixt a miser and his wealth is found ;
Now proud as an enjoyer an anon
Now counting best to be with you alone
Then better 'd that the world may see my pleasure ;

***সেক্সপিয়ার ১৩ টি বিশ্ববিখ্যাত নাটক লিখেছিলেন ।।এর অনেক নাটকে তিনি নিজে অভিনয় করতেন ।।অনেক গবেষকের দাবী " Ghost in his own Hamlet " নাটকে তিনি সবচেয়ে ভাল অভিনয় করেন ।।

সবারই প্রচন্ড আগ্রহ ছিলো সেক্সপিয়ার এর কবরফলকে কি সাহিত্য লেখা থাকবে ?? কিন্তু সবাই হতবাক হয়ে যান --- কারণ তাঁর কবরের শিলালিপি তে উৎকীর্ণ ছিল একটি অভিশাপ বাণী ।।

সেক্সপিয়ার এর বিয়ে নিয়েও রহস্যের শেষ নেই।
Worcester এর রেজিস্টার থেকে জানা যায় ২৭/২৮ নভেম্বর ১৫৮২ সালে তিনি Anne Whateley নামের এক অস্টাদশী তরুণীকে বিবাহ
করেন ।। তাঁদের বাসর হয় Temple Grafton দুর্গে ।।
এখানেও মজার ব্যাপার হচ্ছে যে ম্যারেজ রেজিস্টার এর কেরানী ভুলবশত পাত্রীর নাম Anne Hathway লেখেন ।।সবচেয়ে মজার ব্যাপার হল সত্যি সত্যি Anne Hathway নামের আর এক প্রেমিকা ছিলো সেক্সপিয়ার এর এবং ২৬ বছর বয়সী ও কয়েক মাসের গর্ভবতী এই Anne Hathway কেও কিছু কালের জন্য বিয়ে করেছিলেন William Shakespeare ।।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ