রঙিলা

মো: মোয়াজ্জেম হোসেন অপু ২৫ আগস্ট ২০২২, বৃহস্পতিবার, ১১:২৮:২৭অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

রঙিলা

******

কেহ কষ্টের দুতরা বাজায়,

আর কেহ রঙের ঘুড়ি উড়ায়।

নিরলে বসিয়া ভগবান মিটমিটাইয়া হাসে।

আহারে রঙিলা!

অহর নিশি জপি যারে,

পাইতাম যদি কাছে তারে,

বসাইয়া কোলেতে করিতাম আদরো তারে।।

কিন্চিত ভুলে সরে যায় দুরে,

আবার মস্ত ভুলেও, কাছে টানে ক্ষমা করে সে।

কি যে তার মতিগতি, কি যে তার নিয়ম নীতি!

 

আহারে রঙিলা! কত রঙে ঘুরে বেড়ায়,

আসমান জমিন কত জায়গায়।

ধরতে গেলেই দুরে যায়, ছুইতে গেলেই সরে যায়,

কানামাছি খেলতেই মজা পায়।

আহারে রঙিলা, পাইতাম যদি কাছে তরে।।

কেউ বলে আকার কেউবা নিরাকার,

আকারেই পায়, নিরাকারে হায়।

গোলক ধাঁধার এই খেলায়।।

নিরাকারের কুরছিতে বসে,

খুঁজি তার আদি অন্ত।

আহারে রঙিলা! পাইতাম যদি কাছে তরে।।

 

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ