মেয়েটি ঘুম ভালোবাসে।

মনিরুজ্জামান অনিক ১৫ মে ২০২২, রবিবার, ১১:৫০:৪৬পূর্বাহ্ন কবিতা ২ মন্তব্য

চুপচাপ ঘুমিয়ে আছে মেয়েটি।

চুলগুলো বাতাসে উড়ছে,বাড়ি খাচ্ছে ঠোঁটে। 

চশমাটা পড়ে আছে,নিথর দেহের বুকে।

কি নিষ্ঠুর সুন্দর ভাবে ঘুম গুলো ফুল হয়ে ফোটে,

                               চোখের কার্নিশে।

 

মেয়েটি ঘুম ভালোবাসে,আমি তার বিধ্বস্ত প্রেমিক।

আমি মেয়েটির ঘুম হলাম। কিনে নিলাম বাদলা 

                                          দিনের ওম।

নিশ্চিতে ঘুমুচ্ছে,অনাদিকাল অব্দি সে ঘুমুবে,

                             ঠান্ডা হাওয়ার সে ঘুম।

 

আমি তার চোখে ঘুম হয়ে জেগে আছি। আমাকে

জেগে থাকতেই হবে যে, মেয়েটির কাজল কালো চোখে।

নিথর হয়ে জেগে আছি। কারন, মেয়েটিকে আমি 

                           ভালোবেসে ফেলেছি। 

আমাদের বেঁচে থাকা মূলত নদীর কূলের মতো

                               আদতে কাছাকাছি।

 

 

♥️

উৎসর্গঃ প্রিয়তমা জয়া'কে।

যেই মেয়েটি পৃথিবীর সবচেয়ে বেশী ভালোবাসে ঘুম কে।

0 Shares

২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ