আপনি যখন মারা যাবেন তখন আপনার নামের পরিচয় একেবারেই মিলিয়ে যাবে। তখন আপনাকে সবাই নামের পরিবর্তে ডাকবে লাশ বা দেহ নামে, ধরুন লাশ দুয়ে নাও, লাশ ভিতরে নিয়ে যাও বা আনো, অথবা লাশ ধর, নামাও, কবরে শুয়ে দাও ইত্যাদি নামে।
কিন্তু এতদিন সবাই আপনাকে ভাই / বোন, বন্ধু / বান্ধবী, ভাতিজা/ ভাতিজী ইত্যাদি নামে বিশেষিত করতো। আপনি যাদের নিয়ে সারাটা জীবন হেসে খেলে বেরিয়েছেন, সুখ দুঃখের সাথী ছিলেন, আপনার কর্ম গুনে সবাইকে খুশি রাখতে চেয়ে ছিলেন তারা তখন আপনার নাম ভুলে যাই আর আপনি হয়ে যাবেন তাদের জন্য লাশ বা শুধুই দেহ।
সুতরাং আসুন আজ থেকে শুরু করুন আপনার নতুন জীবন যেখানে আপনার সকল কর্মকান্ড আপনার জীবনকে মহিমান্বিত করে তুলবে, কেহ আপনাকে যেন ভুলে না যাই, আপনি যেন নিজ নামে গুণান্বিত হোন।
Thumbnails managed by ThumbPress
১৯টি মন্তব্য
ক্রিস্টাল শামীম
ইনশাল্লাহ ,,, চেষ্টা করছি
ইঞ্জা
আলহামদুলিল্লাহ্
আবু খায়ের আনিছ
কৃর্তীমানের মৃত্যু নাই। কিছু একটা করা প্রয়োজন।
ইঞ্জা
এ যে জগতের নিয়ম আর এ বদলানো কার দ্বারা সম্ভব ভাই?
আবু খায়ের আনিছ
মৃত্যুকে মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ, চিরন্তন সত্য ত আর বদলানো যাবে না।
শাহানা আক্তার
কিভাবে তা সম্ভব ভাইয়া?
ইঞ্জা
আল্লাহ্ পাকের আশ্রয় নিন আর মানবতার মাঝে থাকুন। 🙂
ছাইরাছ হেলাল
অবশ্যই মৃত্যুর সঙ্গী হয়েই মহিমান্বিত জীবন গড়ার পথ খুঁজে নেব।
ইঞ্জা
এই তো চাই ভাইজান। (y)
অরুনি মায়া অনু
তখন লাশ না বলে বলবে মরদেহ। কিন্তু নাম ধরে কেউ আর ডাকবেনা যে ভাই।
ইঞ্জা
আসলেই কেউ ডাকবেনা, সবার কাছে নিছক এক লাশ থাকবে।
নীলাঞ্জনা নীলা
“এমন জীবন তুমি করিবে গঠন
মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভূবন।”
আবার
“আমাদের জীবন এরূপভাবে পরিচালিত করব যেন আমাদের মৃত্যুর পর ভৃত্যটিও অশ্রুবর্ষণ করে।”
ইঞ্জা
অসাধারণ বলেছেন আপু, এই না হলে মৃত্যুর কি বা মূল্য থাকে।
নীলাঞ্জনা নীলা
সেটাই হ্যান্ডপাম্প ভাইয়া। 😀
ইঞ্জা
;( ;(
মিষ্টি জিন
জন্মের মত চীর সত্য হচ্ছে মৃত্যু।
একে অস্বীকার করা যায় না।
ইঞ্জা
এ কঠিন বাস্তবতা আপু।
অপার্থিব
নিজের কাজ ঠিক মত করাই জীবন মহিমান্বিত করার সবচেয়ে কার্যকর উপায়।
ইঞ্জা
সহমত ভাই।