মায়ের মেয়ে

ছাইরাছ হেলাল ৩ অক্টোবর ২০১৮, বুধবার, ০৭:৫৭:৪৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

মেয়ের জন্ম-কান্নায় মা চোখ ম্যালে,
মৃত(প্রায়) মা মাছ-চোখে হেসে ফ্যালে
অকস্মাৎ বেঁচে ওঠা কাল রাত্রির আঙিনায়;
জলজ্যান্ত জীবন্ত হাসি,
রূপের রূপোলী টায়রায় হুরের-পরী।

কেটেছে সময়, বছর যুগ-যুগ
হাসি মিশেছে কান্নায়, কান্না থামিয়েছে হাসি,
হাসিও হেসেছে দিবারাত্রি;

নিশীথের নিশুতে বেজে ওঠে নিঃশব্দ সুর
দূর থেকে, দূরে থেকে বারে বারে,
গভীর রাতের আঁধারে শিয়রে রাখা
দীর্ঘশ্বাসে বেজে বেজে ওঠে,
শুধুই কথা, কথা না ক’য়ে ক’য়ে;

লাল নীল সমুদ্র ঝড়ে
সে একটি বাতিঘর হয়ে জলে ভাসে,
মায়ের বুকে অলক্ষ্যে ঝুলে থাকা প্রকাণ্ড
এক মাদুলি, প্রার্থনায় ছুঁয়ে ছুঁয়ে থাকে,
বেলা-অবেলায়, শান্ত-নীরব দিবাবসানে;

অবারিত অবিরত আগুন রাতে
স্বাদু-কুয়াশার স্বপ্নে বুঁদ থাকে।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ