ভুলিনি

রিমি রুম্মান ১৫ মার্চ ২০১৪, শনিবার, ০৯:৪৪:১৩পূর্বাহ্ন বিবিধ ২০ মন্তব্য

আলোকোজ্জ্বল এই শহরের ডুপ্লেক্স বাড়ির বেল্কনিতে বসে
এই বসন্তে দেখি পাতাবিহীন বৃক্ষ, তুষারাচ্ছাদিত লন
দু'মাস বাদেই ছেয়ে যাবে সবুজ ঘাস, ফুটবে গোলাপি কৃষ্ণচূড়া
চোখ ধাঁধানো নগর, ছবির মতন আঁকা দৃষ্টিনন্দন প্রকৃতি
তবু যেন ভরে না মন, চমকিত হয় না প্রান
আমি খুঁজে ফিরি সেই মুগ্ধ করা রূপ
আমার ছোট্ট ছিমছাম শহরের বাড়ির ছাদে
যেখানে টবে সযতনে বেড়ে উঠেছিল চেনা বাহারি ফুল।

ভুলিনি, লেকের দু'ধারের নাম না জানা গাছ-গাছালী
কিংবা অবহেলায় নরম রোদ মেখে বেড়ে উঠা স্বর্ণলতা
পুবের আকাশের ভোরের আবছা আলোয় কখনো
একঝাঁক কাকের কর্কশ কণ্ঠে প্রকম্পিত হতো কার্নিশ
আধো ঘুমের নেত্রযুগলে দেখেছি সেই করুন সকাল
ইলেকট্রিক তারে স্বজাতি একজন মারা পড়েছিল বলেই
তাদের সে আর্তনাদ, পাঁজর ভাঙ্গা চিৎকার।

ভুলিনি আমার সেই সোনাঝরা দিন
ভুলিনি ছোট্ট ছিমছাম শহরের রূপ

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ