ভাবতে সুখ

রিতু জাহান ২৯ ফেব্রুয়ারি ২০১৬, সোমবার, ০১:৩০:৩৭অপরাহ্ন একান্ত অনুভূতি ৮ মন্তব্য

প্রেমের সংগা নিয়ে ভাবিনি কখনও। জীবনের বাস্তবতায় কেটে গেছে অনেকটা পথ।যখন পিছনে ফিরি, দেখি,আমি অনেকটা পথ হেঁটে এসেছি। জীবনের বাস্তবতায় যে প্রেম হারিয়ে যায়,তা আর ফিরে আসেনা। ব্যাক্তি বিশেষে যদি কোনো প্রেম কড়া নাড়ে, তাতো  শক্ত শিকলে বাঁধা থাকে।
প্রেম তুমি পবিত্র, ভালোবাসা আরও পবিত্র। এমন কিছু ভালোলাগা ভালোবাসা,প্রেম আছে যা দূরে থেকেও অনেক কাছে, অনেক পবিত্র। তাকে ছুঁয়ে দেখার ইচ্ছায় হেঁটে যেতে ইচ্ছা হয় অনেকটা পথ। তার মুখের একটা কথা, হাতটা ধরো,ভয় পেও না আমি আছি। থাক বা না থাকুক, এই ভরসাতেও সুখ, সে পাশে আছে। সেই ভালোবাসায় সুখ আছে।
আচ্ছা সুখ কি শুধু শরীরে? না এই সুখ মনে। কথা হোক বা না হোক তবুও পাশে থাকায় সুখ। কখনও কোনো ভুলে ঐ হাত ছেড়ে যাবে না, এই ভাবনাতেও সুখ। একে নির্মল বন্ধুত্বও বলতে সুখ। কখনও কোনো ভুলে শাষণেও সুখ। ভুল ধরিয়ে দিলে সুখ। কিন্তু সেই ভুলে গাল ফুলালে, দূরে থাকলে দুঃখ।

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress