প্রেমের সংগা নিয়ে ভাবিনি কখনও। জীবনের বাস্তবতায় কেটে গেছে অনেকটা পথ।যখন পিছনে ফিরি, দেখি,আমি অনেকটা পথ হেঁটে এসেছি। জীবনের বাস্তবতায় যে প্রেম হারিয়ে যায়,তা আর ফিরে আসেনা। ব্যাক্তি বিশেষে যদি কোনো প্রেম কড়া নাড়ে, তাতো শক্ত শিকলে বাঁধা থাকে।
প্রেম তুমি পবিত্র, ভালোবাসা আরও পবিত্র। এমন কিছু ভালোলাগা ভালোবাসা,প্রেম আছে যা দূরে থেকেও অনেক কাছে, অনেক পবিত্র। তাকে ছুঁয়ে দেখার ইচ্ছায় হেঁটে যেতে ইচ্ছা হয় অনেকটা পথ। তার মুখের একটা কথা, হাতটা ধরো,ভয় পেও না আমি আছি। থাক বা না থাকুক, এই ভরসাতেও সুখ, সে পাশে আছে। সেই ভালোবাসায় সুখ আছে।
আচ্ছা সুখ কি শুধু শরীরে? না এই সুখ মনে। কথা হোক বা না হোক তবুও পাশে থাকায় সুখ। কখনও কোনো ভুলে ঐ হাত ছেড়ে যাবে না, এই ভাবনাতেও সুখ। একে নির্মল বন্ধুত্বও বলতে সুখ। কখনও কোনো ভুলে শাষণেও সুখ। ভুল ধরিয়ে দিলে সুখ। কিন্তু সেই ভুলে গাল ফুলালে, দূরে থাকলে দুঃখ।
Thumbnails managed by ThumbPress
৮টি মন্তব্য
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
সুখটা যদি মনে না আসে তবে সেটাকে প্রকৃ্ত সুখ বলতে আমি নারাজ। মনের শান্তি না আসলে কোন কিছু যেন ভাল লাগে না।
ভাল থাকবেন -{@
খসড়া
সব সুখ নিজের মাঝে। সবসময় পজেটিভ চিন্তা করবে।নিজের ভাললাগাগূলো সবার মাঝে বিলিয়ে দাও দেখ কি সুখ।
জিসান শা ইকরাম
যে প্রেম ভালোবাসা দূরে থেকেও কাছে তাকে ছুঁয়ে দেখার ইচ্ছা বাদ দিন
এমন প্রেমকে ছুঁয়ে দিলে তা নষ্ট হয়ে যেতে পারে।
ভালো লিখছেন,আরো লেখুন
শুভ কামনা।
সালমা আক্তার মনি
মন্তব্য বাহুল্য
ছাইরাছ হেলাল
কিছুতেই গাল ফুলানো যাবে না।
অরুনি মায়া
প্রেম ফিরে আসে বারবার নানানরূপে | শুধু হারিয়ে যাওয়া মানুষটি আর ফিরে আসেনা |
আবু খায়ের আনিছ
কত ভাবেই ত মানুষ সুখি হওয়ার চেষ্টা করে। ভাবনাতে যদি সুখে খুজে পাওয়া যায় মন্দ কি।
নীলাঞ্জনা নীলা
“কথা হোক বা না হোক তবুও পাশে থাকায় সুখ।” ——আমার মনের কথা।