(y) অর্থ যেখানে নাই ভালোবাসা সেখানে দুর্লভ ।
-স্যার টমাস ব্রাউন
(y) অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো।
-হোমার
(y) অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়,কারণ মানুষ মাত্রেই জীবনের কোন না কোন সময় অসহায়তার শিকার হবে।
-গোল্ড স্মিথ
(y) আমরা যতই অধ্যয়ন করি ততই আমাদের অজ্ঞানতাকে আবিষ্কার করি।
-শেলী
(y) আহ্,কী ভালোই না লাগে-পুরনো বন্ধুর হাত।
-মেরি এঙলেবাইট
(y) উচ্চাশা যেখানে শেষ হয়,সেখান থেকেই শান্তির শুরু হয়।
-ইয়ং
(y) এক জন ঘুমন্ত মানুষ আরেক জন ঘুমন্ত মানুষকে জাগাতে পারেনা।
-শেখ সাদী
(y) এক জন বিশ্বস্ত বন্ধু দশ হাজার আত্মীয়ের সমান।
-ইউরিপিদিস(গ্রীক নাট্যকার)
(y) এক জন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে।
-কার্লাইল
(y) এক ফোঁটা শিশিরেও বন্যা হতে পারে যদি গর্তটা হয় পিঁপড়ের।
-ফারসি প্রবাদ
(y) কথা-বার্তায় ক্রোধের পরিমান খাবারের লবনের মত হওয়া উচিত।পরিমিত হলে রুচিকর,অপরিমিত হলে ক্ষতিকর।
-প্লেটো
(y) কান্না চোখের একটি মহৎ ভাষা।
-রবার্ট হেরিক।
(y) কে আমাদের একশ বার রসগোল্লা খাইয়েছিল তা আমরা ভুলে যাই।কিন্তু কে কবে এক বার কান মুচড়ে দিয়েছিল তা মনে রাখি।
-আবদুল্লাহ আবু সাঈদ
(y) গরীব খোঁজে খাদ্য, আর ধনী খোঁজে ক্ষিধে।
-হিন্দি প্রবাদ
(y) গোপন কথা তোমার গোলাম।ফাঁস করে দিলে তুমি তার গোলাম।
-আরবি প্রবাদ
(y) ছবি হল নীরব কবিতা।আর কবিতা হল নীরব ছবি যা কথা বলে।
-সিমোনিডেস
(y) ছেলেরা পাবার ভেতর দিয়ে মেয়েদের দেয়।আর মেয়েরা দেবার ভেতর দিয়ে ছেলেদের পায়।
-
(y) জ্ঞানী লোকের কানটা বড় আর জিভটা ছোট হয়।
-চীনা প্রবাদ
(y) জন্ম দিনে এত উল্লসিত হবার কিছুই নেই।মনে রেখ,তুমি মৃত্যুর দিকে আরো এক ধাপ এগিয়ে গেলে।
-
(y) জীবনে যে অকৃতকার্য হয় নাই,সে কোনদিন সম্পদ শালী হতে পারে না।
-সি. এইচ.স্পারজন।
(y) জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে ওপরে ওঠা উচিত।ডিঙ্গিয়ে উঠলে পড়ে যাবার সম্ভাবনা বেশি।
-হুইটিয়ার
(y) দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে,কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে।
-মার্ক টোয়েন
(y) দেশপ্রেমিকের রক্তই স্বাধীনতা বৃক্ষের বীজ স্বরূপ।
-টমাস ক্যাম্পবেল।
(y) নুড়ি হাজার বছর ঝরণায় ডুবে থেকেও রস পায় না।
-কাজী নজরুল ইসলাম
(y) নিচ লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য ।
-হযরত আলী (রা)
(y) নিয়তি তোমার আত্মীয় বেছে দেয়,আর তুমি বেছে নাও তোমার বন্ধু।
-জ্যাক দেলিল ১৭৩৮-১৮১৩ সালের ফরাসী কবি
(y) পরের উপকার করা ভাল কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়।
-এডওয়ার্ড ইয়ং।
(y) বুলেট ব্যতীত বিপ্লব হয় না।
- চে গুয়েভারা।
(y) বিধাতার নিকট আমার প্রার্থণা এই যে আমাকে তুমি বন্ধু দিও না,শত্রু দিও,যাতে আমি আমার ভূলগুলো ধরতে পারি।
-জন ম্যাকি।
(y) বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে,আর অবিশ্বাস জীবনকে দুর্বিসহ করে তোলে।
-মিল্টন
(y) ভবিষৎকে জানার জন্যই আমাদের অতীত জানা উচিত।
-জন ল্যাক হন
(y) ভাগ্য সবার দুয়ারে আসার জন্যই অপেক্ষা করে,কিন্তু উপযাচক হয়ে আসে না,ডেকে আনতে হয়।
-ইলা অলড্রিচ
(y) ভীরুরা মরার আগে বারে বারে মরে।সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে।
-শেক্সপীয়ার
(y) মা সকল ক্ষেত্রে সকল পরিবেশেই মা।
-লেডি বার্নার্ড।
(y) মানুষের সর্বোৎকৃষ্ট শিক্ষকই হল মহৎ ব্যক্তিদের আত্নজীবনী ও বাণী।
-ওরসন স্কোরার ফাউলার
(y) যারা বন্ধুদের অপমান করে, বন্ধুদের অপমানিত হতে দেখে কাপুরুষের মতো নীরব থাকে তাদের সঙ্গে সংসর্গ করো না।
-সিনেকা
(y) যে একজনও শত্রু তৈরি করতে পারেনি সে কারো বন্ধু হতে পারে না।
-আলফ্রেড টেনিস
(y) যে দৃষ্টির সংগে মনের যোগাযোগ নাই-সে তো দেখা নয়, তাকানো।
-যাযাবর।
(y) যে নিজেকে অক্ষম ভাবে,তাকে কেউ সাহায্য করতে পারে না।
-জন এন্ডারসন।

চলবে।

২য় পর্বটি দেখুন

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ