বসন্ত বিদায়ে

কামরুল ইসলাম ৩০ মার্চ ২০২২, বুধবার, ১২:০২:৫৫পূর্বাহ্ন কবিতা ৭ মন্তব্য

 

বৃষ্টি এলো বসন্ত বিদায়ে

ফুল পাখীদের কান্নায়

ঝরা ফুলে ধুলো উড়ে

কাল বৈশাখীর বন্যায়  ।

রিম ঝিম এই অঝর ধারা

বিরহ আনে মনে

উষ্ণতা ভরা ফাল্গুনী হাওয়া

বিদায়ের সুর তোলে কানে ।

যায় চৈত্র আসে বৈশাখ

নতুন স্বপ্ন বুনে

ঝরা পাতার বিরহ জাগে

স্মৃতি জড়ানো আলপনে ।

যায় দিন যেমনি যাক

আগামী দিন চাই ভাল

ঋতু চক্রের বেষ্ঠনী জুড়ে

ছড়িয়ে থাকুক সুখের আলো  ।

 

রচনা কাল ঃ ২৯/০৩/২০২২

ঢাকা

0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ