ফেটে পড়া বাড়ন্ত প্রাণোন্মাদ উষ্ণতা

ছাইরাছ হেলাল ৮ জানুয়ারি ২০১৯, মঙ্গলবার, ১১:১৭:৫৬পূর্বাহ্ন গল্প ১৮ মন্তব্য

এ এক কঠিন পণ, রৌদ্রোজ্জ্বল উষ্ণতায়, নত মুখের ভান করে নিরন্তর হেঁটে যাওয়া
বিষুব রেখা বরাবর। আহ্নিক গতি বার্ষিক গতির থোরাই কেয়ার করে।
কারো কোন পিছু ডাক শুনব-না শুনছি-না ভাব ধরবো।

(আমার) নাম ভূমিকায় অভিনয় করতে রাজি হয়েছে/রাজি করিয়েছি এক আধ-জনকে।
পালা করে ভিন্ন ভিন্ন রূপ ধরে। নিষ্কৃতির আশা নিয়ে। খুব যে কাঠখোট্টা হবে, তা না।
ভাগ্যিস তারা বিজ্ঞজন কাঠগোলাপ বলে না, তবে কিছু একটা বানিয়ে-ছানিয়ে বলবেই বলবে, ভাব নিতে হবে যে।

নিঃসঙ্গতার কিছু না মিলাতে পারা অঙ্ক সহসাই পিছু নেবে নাছোড় বান্দা হয়ে। এলিয়ে পড়া
সোমত্ত-বসন্ত-ডাক হিস হিস শব্দ তুলে বিষের নীল ছড়াবে পথ আগলে।
ভান করে করে একটু ধীর গতি নেব শুধু।

ফেটে পড়া বাড়ন্ত প্রাণোন্মাদনা চেপে রাখব নির্ঘুম-ঝর্ণা-জলের বকুনি খেয়ে,
ভান-করে ভান-ধরে হেঁটে হেঁটে পেরিয়ে যাব অযুত সীমান্ত ধার ঘেঁসে ঘেঁসে,
অন্ধকারের নিবিড় রাতে।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ