পথ চেয়ে

রিমি রুম্মান ২৩ জুন ২০১৪, সোমবার, ০৮:৫৯:১৫অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

প্রচণ্ড তুষারপাতের দিনটিতে___
কন্‌কনে শীতের কাঁপুনি নিয়ে
ক্লান্তিহীন অপলক চেয়েছিলাম
তার আসবার পথটিতে ।
শুভ্র তুষারের চাদরে জড়িয়ে
ফিরলাম, নিরাশ হয়েই !

অঝোর বর্ষণের দিনটিতে___
ভেজা চুলে কৃষ্ণচূড়ার নীচে
একাকি নির্বাক দাঁড়িয়েছিলাম
তার আসবার পথ চেয়ে ।
তীব্র কাঁপুনির জ্বরকে সঙ্গী করে
ফিরলাম, আশাহত হয়েই !

গ্রীষ্মের খররৌদ্রের দিনটিতে___
পুড়ে যাওয়া শরীর ঘামে নেয়ে
তৃষ্ণার্ত চাতক হয়ে চেয়েছিলাম
তার ফিরবার পথটিতে ।
দুর্বিষহ এক সময়কে সাথে নিয়ে
ফিরলাম, ব্যথিত হৃদয়ে !

তবুও অনাদিকাল আমি রইবো
পরম নির্ভরতার সেই হাতখানা
হাতের মুঠোয় ফিরে পাবার পথ চেয়ে ।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ