নীরবতা।

মনিরুজ্জামান অনিক ৯ জুন ২০২২, বৃহস্পতিবার, ১০:৫৪:০৩অপরাহ্ন কবিতা ৫ মন্তব্য

তারপর একদিন 

বহুদিন পর

তুমি একটা বাদামী রঙের শাড়ি পড়ে আসবে,

বড় কোন নদীর মতো হাহাকার বুকে তুলে

সারিবদ্ধ নৌকোর ঘরে ফেরার মতো করে,

তুমি আসবে।

চারপাশে অযত্নে বেড়ে ওঠা আগাছার ছাউনি

নীরব বাতাস। 

এদিকটায় জনসমাগম নেই,

এদিকটায় কেউ আসেনা,

এদিকটায় গুমরে কাঁদে আকাশ।

এদিকটায় বৃষ্টির মতো করে নেমে আসে

দীর্ঘশ্বাস।

খানিক বসে নরোম ঘাসে

হাতের স্পর্শে জানতে চাইবে কেমন আছি?

ঘেমে যাবে তুমি, কাঁদবেনা জানি;

তুমিও জানো কান্না আমি ঘৃণা করি।

বাড়ি ফিরে যেতে যেতে

মনে হবে, বুকের ভেতর লুকিয়ে ছিলে যারে,গভীরে!

বহুদূরে ফেলে গেলে তারে, শূন্য পৃথিবীর ওপারে।

0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ