নির্জনা সঙ্গীত

মাসুদ চয়ন ৫ আগস্ট ২০১৯, সোমবার, ১০:৩৫:৫৬পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য

#নির্জনা সঙ্গীত///
যখন উদ্দেশ্যহীন প্রচেষ্টাগুলো পাখিদের মতো আকাশে সাঁতরায়
তখন কল্পভ্রম উদ্দেশ্যের গন্তব্য অঙ্কন করে নির্জন সঙ্গীতে
আমি সেই সঙ্গীতের সুরকার রুপকার
কেবল গাইতে গেলেই বোবা হয়ে যাই।
অক্ষত সূর্যটি ডুবে যাচ্ছে আমারি চোখ পটে
ডুবছে বিকেল
ঝিঙের ছাউনি
ফিরছে গরুরা পাখিরা আপন নিবাসে
থেমে গেছে মাছেদের হৈ-চৈ টলমল জলবিলে

ডুবছে তৃষিত প্রান্তর ক্লান্তির অবসানে_
ক্ষত-বিক্ষত মরুভূমির রুক্ষ বালিকায় কে যেনো আগুন মাখিয়ে দিলো
গিলে গিলে খাচ্ছি আর ভাবছি
আপাতত আগুন খেয়েই বাঁচি
না বাঁচলে জল দিবে কে!!
ওই দূরে মহুয়ার বন
জমছে আঁধারের থমথমে আলোরা
গল্পপটে বিশেষ এক উপলক্ষ এলো আবারও
যখন নক্ষত্রের চোখের জল মহুয়ার চোখকে স্পর্শ করলো
সেই জল ঘূর্নিতায় নক্ষত্রের আগুনে ভাতের পাতিল স্পষ্ট হলো
এবার তবে অন্নমোচন হউক_
ডুবিনি ভাঙ্গা তরী লয়ে।
যত আঁধারের বিম্বিষার প্রতিবিম্ব ভয় হয়ে আসুক
জেগে থাকবো জল অঙ্কুরিত চোখদ্বয় নিয়ে
জেগে থাকবে নির্বাক দুঃখগাঁথা
নির্জন আকাশের নিচে নিয়ন আলোক সজ্জায়_
.
সেই শিল্পিত শাড়ির আঁচল প্লাবনের ঢেউ হয়ে আসবে
সমস্ত অন্ধকার এপারে ওপারে ছড়িয়ে পড়বে
এক চিলতে প্রনয়ের উল্লাসে মুখোমুখি দাঁড়িয়ে তুমি আর আমি
ক্ষয় প্রপাতের রাতে_
আশেপাশের ঝিঝি পোকারা দর্শক একবেলা
আর কালো পিঁপড়ের চিনি বর্ষন
লেবুপাতার গন্ধন খুঁজে নিবো প্রেয়সী তোমাতে
তবুও হৃদয়ের অদৃশ্য অবক্ষয় অদ্ভুত আঁধারেই থেকে যায়,তুমি আসোনাই বলে।
(মাসুদ চয়ন)

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ