নম্রমুখ

মোঃ রাশিদুল ইসলাম ৭ মে ২০২১, শুক্রবার, ১২:৪৮:৫২পূর্বাহ্ন কবিতা ৩ মন্তব্য

কেনো হয়েছিলে অবাক অনুনয় বিনয় নম্রতার প্রতিপাদ্য
ক্ষণিকের অনুভূতিটাই ঠুনকো হয়ে, উড়ে যায় চিরন্ত।
প্রাসাদের সিড়ি সেঁওলা ঢেকে যায়, যেভাবে ঢেকে যায় মৃত্যু
অবহেলা গুলো স্তম্ভিত হয়ে মেঘ হয়ে যায় রত্ন।

দিন বদলের সুযোগ সুবিধা বর্ধিত অসজ্ঞায়িত
বিফলে মূল্য সংযোজন করে ঠকায় অসমত্ব।
রাস্তার মোড়ে দাঁড়িয়ে ট্রাফিক থামায় কতো দুরান্ত
শেষ কবে কখন অনুভূতি গুলো ছুঁয়েছিল তোমার অন্ত?

৩৫০জন ২৮৬জন
0 Shares

৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ