নতুন আলোর বিভাস

মোনাব্বার হোসেন ৫ আগস্ট ২০২০, বুধবার, ১০:২৯:০৮অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

অজস্র লাশের নিনাদে মানুষের চোখে বিষাদের ছায়া

ললাটে স্পষ্টতই ফুটে উঠেছে দুশ্চিন্তার বলিরেখা‌ ,

হেঁটে চলেছি মাইলের পর মাইল জনমানবহীন একা,

খুঁজে চলেছি গন্ধরাজের ঘ্রাণ পাবো কি তার দেখা ?

 

উৎকণ্ঠা আর আহাজারিতে ভারি হয়ে আছে চারপাশ

ক্রমাগত বেড়েই চলেছে গুমোটহাওয়ার নাভিশ্বাস,

শিল্পবর্জ্যর ধুম্রধুয়ায় স্পষ্টত ওজনস্তরের বিভৎসতা

বেড়েই চলছে অবিরত ,

ঘৃণা আর দহন যন্ত্রণার অগ্নি-আঁচে ফসিল পুড়ে ছাই বিষাক্ত গুহাকোটর হতে সর্পফণার বিষ উদ্গত ,

সূর্যতাপে গলে যাচ্ছে বরফের শিলাখণ্ড ও তার মগজ

তুষারাবৃত পর্বতের পাদদেশে সমুদ্রঢেউয়েরাও উদ্ধত ।

 

কোথায় চলেছি আমরা, কি আমাদের গতিবিধি ?

বদলে দিতে পারবো কি চিরাচরিত রীতিনীতি !

মানুষের হাতেই প্রকৃতি বিবর্তনের সামূহ উদ্যোগ ,

প্রসঙ্গতই প্রয়োজন সূক্ষ্মতর গাণিতিক যোগ-বিয়োগ।

 

চারদিকে প্রিয়জন হারানোর হাজারো নিঃশ্বাস

তবুও নেই মানুষে মানুষে ভ্রাতৃত্ব বন্ধুত্বের বিশ্বাস,

মায়ের খালি বুকের নিঝুমদ্বীপে আঁধার-নিবাস

জীবনের এমন উপেক্ষা মানবতার চরম পরিহাস !

 

পাখিরা কাঁদে গাছেরা কাঁদে পশুরা কাঁদে,কাঠের দেয়াল ছিদ্র করে ঘূনপোকারা কাঁদে কি শুধুই শুধু !

স্বামীর মৃত্যু লাশ সম্মুখে নিয়ে কপালের লালটিপে সিঁদুর মুছে তবে কেন কাঁদে নব পরিণীতা বধূ ?

 

ফিরিয়ে দাও সুকান্তের শিশুকে তার মায়ের কোলে,

দাও তাকে বাসযোগ্য পৃথিবীর সুনিবিড় আবাস,

দেবে কি আমাকে তারা-ভরা রাতে আকাশের ছাদে দুর্বাঘাস বিছিয়ে পূর্ণিমা চাঁদ দেখার আভাস !

আমি নিত্য খুঁজি নতুন আলোর অবারিত বিভাস।

-মোনাব্বার হোসেন

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ