অলীক স্পর্শের অধরা

মোনাব্বার হোসেন ২২ জুলাই ২০২০, বুধবার, ০৮:৫১:০২অপরাহ্ন কবিতা ১৭ মন্তব্য

শীর্ণঠোঁট অধীর আগ্রহে অপেক্ষমান

পুরুঠোঁটের উঞ্চতর লাবণ্যে,

আয়তলোচন চোখের গভীরে ভাসে

ফেনিল‌ সমুদ্রের প্রবল জোয়ার প্লাবণ্যে।

দীঘল কালো-কেশ কটিদেশ বেয়ে

ঢেউ খেলে যায় পরিচ্ছন্ন,

প্রেমিক কোন পাগল প্রায় ছোটে

অদম্য নেশায় প্রেমাচ্ছন্ন।

কৃঞ্চ ভ্রূযুগল চেয়ে দেখে সুদূর আকাশের তারা,

তারাগুলো নিবিড় নিবিষ্ট ধ্যানমগ্নচাঁদ কে দেয় পাহারা,

স্বপ্নের সমারোহে সবুজ বৃক্ষরাজিতেচির পত্রপল্লবে

জেগেওঠে সাহারা।

 

চিবুকে হাত বুলিয়ে আলতো আদর করে 

উষ্ণঘন স্নিগ্ধতায় দূর করি অনন্তের

পিপাসার্ত হৃদয় জ্বালা,

শতরঞ্জির বিছানো পালংঙ্কে আসন পেতে

অলীক স্পর্শের অনুভূতিতে

অলংকৃত করে আছ রূপমহলের থালা।

 

আলোর অজ্ঞাতে আঁধার রাতেও‌ অহর্নিশি

বেজে ওঠে প্রেমানন্দ্রের ঐশী বাঁশি!

সহস্রাব্দের চুম্বনে ভালোবাসার শীর্ষোঞ্চে

লাবণ্যের ঈন্দ্রলাল ঘ্রাণ মাখে সুভাষী,

সমৃণ পাহাড়ের উপত্যাক্যায় ঝর্ণা প্রবাহে

আনত তুমি খুলে আছো নির্লিপ্ত দু'আঁখি!

ঢালের অলক্ষ্যেই পাখির ছানার মতো

আধার ঠোঁটে অন্তিম সুখ লুকিয়ে রাখি!

 

কোন এক আরণ্যক গূহার ভেতর

এক অলীক আগুনের ফুলকি স্পর্শ করি,

যুঁথিবদ্ধ ভাঁজে উত্তাপের অগ্নি-আঁচ

স্ফটিক-সদৃশ মিহিদানা-সুখ ছোট্ট শিশিতে ভরি।

---মোনাব্বার মোনায়েম

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ