নখের ভেতর সত্য

বন্যা লিপি ১৮ আগস্ট ২০২২, বৃহস্পতিবার, ১১:৫৯:২০অপরাহ্ন একান্ত অনুভূতি ৬ মন্তব্য

এই শহর আর শহরের অলিগলি এখন যজ্ঞ তাপে থির;

জীবনের মূল্য নামতে নামতে নাই হয়ে গেছে----- ইচ্ছেমতো বাটোয়ারা হয়ে যায় ইমোশন আর ইল্যুয়েশনের পার্থক্য।  ফুলগুলো তবু এখনো নিজের মতোই নিরন্তর ফুটতেই চায়! ফোটেও... যেখানে কলি জন্ম নেয়ারও কথা নয়, সেখানেও ফুটে ওঠে কিছু অব্যক্ত ইচ্ছেপূরণের দাবিদাওয়া নিয়ে। বাতাসের বাড়ন্ত শিশা পুড়িয়ে দেয় কলি পাপড়ি।

ছায়া খোঁজা মানুষ নখরে লুকিয়ে রাখে সত্য।

আঁচড়ের দাগে ছিঁড়ে নেয় মূল্যমানের কানাকড়ি।

বিভক্ততায় কয়েকভাগ হয়ে গেছে রোজকার নামতা!

 

ছবিঃ সাবিনা ইয়াসমিন

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ