
এই শহর আর শহরের অলিগলি এখন যজ্ঞ তাপে থির;
জীবনের মূল্য নামতে নামতে নাই হয়ে গেছে—– ইচ্ছেমতো বাটোয়ারা হয়ে যায় ইমোশন আর ইল্যুয়েশনের পার্থক্য। ফুলগুলো তবু এখনো নিজের মতোই নিরন্তর ফুটতেই চায়! ফোটেও… যেখানে কলি জন্ম নেয়ারও কথা নয়, সেখানেও ফুটে ওঠে কিছু অব্যক্ত ইচ্ছেপূরণের দাবিদাওয়া নিয়ে। বাতাসের বাড়ন্ত শিশা পুড়িয়ে দেয় কলি পাপড়ি।
ছায়া খোঁজা মানুষ নখরে লুকিয়ে রাখে সত্য।
আঁচড়ের দাগে ছিঁড়ে নেয় মূল্যমানের কানাকড়ি।
বিভক্ততায় কয়েকভাগ হয়ে গেছে রোজকার নামতা!
ছবিঃ সাবিনা ইয়াসমিন
৬টি মন্তব্য
হালিমা আক্তার
এইচ এস সি তে পড়ার সময় কেমিস্ট্রি স্যার কোন এক প্রসঙ্গে বলেছিলেন – নুনের চেয়ে সস্তা মানুষের জীবন। সব কিছুর মূল্য আছে। মূ্ল্যহীন শুধু মানুষ। যেখানে কলি ফোঁটার কথা নয়, সেখানে কিছু ফুল এখনো ফোঁটে। এটাই আমাদের আশার আলো। শুভ কামনা রইলো।
বন্যা লিপি
এখানে জীবনের মূল্য নুনের সাথে তুলনা মানছিনা। আপনি ভেবে দেখুন! ভাড়াটে খুনী মোটে ৫০০ টাকা মূল্যে যে কোনো জীবনের যবনিকা ঘটাতে দুইবার ভাবে না। একটা জীবন শুধু ধারালো অস্ত্রের আঘাতেই শেষ হয়ে যায়না, কখনো কখনো ” নখের আড়ালে লুকানো সত্যের” কারনেও জীবন্মৃতবস্থায় বেঁচে থাকে কিছু কিছু জীবন।।
মন্তব্যে ধন্যবাদ।
আলমগীর সরকার লিটন
বেশ গভীর এক ভাবনার প্রকাশ করেছেন লিপি আপু
ভাল থাকবেন———
বন্যা লিপি
ধন্যবাদ লিটন ভাই।
ফারজানা তৈয়ূব
সুন্দর লেখা।
বন্যা লিপি
ধন্যবাদ আপনাকে।