প্রেম অনলে পুইরা অন্তর ছাই করিয়া রইলা কই,
ভাবলানাতো তুমি বিনা কেমন কইরা রই।
ও বন্ধু ভাবলাতো তুমি বিনা কেমন কইরা রই।
এই বুকেতে তোমারি স্থান বলতে আদর করে,
সেই তুমি আজ বুক ফাটাইয়া দূরে গেলে সরে।
বুঝলানাতো তুমি আমার জীবন নামের প্রাণসই–
ভাবলানাতো তুমি বিনা কেমন কইরা রই।
কষ্টের মাঝেও বুকে টানতে পাগলেরই মত,
উজার করে করতে আদর আকাশে নীল যত।
মিথ্যা নামের নাটক দিয়া সত্যের উপর দিলা মই–
ভাবলানাতো তুমি বিনা কেমন কইরা রই।।
প্রেম অনলে পুইরা অন্তর ছাই করিয়া রইলা কই,
ভাবলানাতো তুমি বিনা কেমন কইরা রই।
ও বন্ধু ভাবলানাতো তুমি বিনা কেমন কইরা রই।
একটি মন্তব্য
হালিমা আক্তার
সুন্দর।