দূরের বন্ধু

শামীনুল হক হীরা ৪ জানুয়ারী ২০২৩, বুধবার, ০৭:৪১:২১অপরাহ্ন সঙ্গীত ১ মন্তব্য

প্রেম অনলে পুইরা অন্তর ছাই করিয়া রইলা কই,
ভাবলানাতো তুমি বিনা কেমন কইরা রই।
ও বন্ধু ভাবলাতো তুমি বিনা কেমন কইরা রই।

 

এই বুকেতে তোমারি স্থান বলতে আদর করে,
সেই তুমি আজ বুক ফাটাইয়া দূরে গেলে সরে।
বুঝলানাতো তুমি আমার জীবন নামের প্রাণসই–
ভাবলানাতো তুমি বিনা কেমন কইরা রই।

 

কষ্টের মাঝেও বুকে টানতে পাগলেরই মত,
উজার করে করতে আদর আকাশে নীল যত।
মিথ্যা নামের নাটক দিয়া সত্যের উপর দিলা মই–
ভাবলানাতো তুমি বিনা কেমন কইরা রই।।

 

প্রেম অনলে পুইরা অন্তর ছাই করিয়া রইলা কই,
ভাবলানাতো তুমি বিনা কেমন কইরা রই।
ও বন্ধু ভাবলানাতো তুমি বিনা কেমন কইরা রই।

২২৩জন ১১৪জন
0 Shares

একটি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ