
তুমি এসে দেখে যাও
কত কষ্টে আমি বেঁচে আছি
বুকের রক্তে লিখছি প্রেমের ইতিহাস
দু’চোখের নোনা জলে গড়াচ্ছি প্রেমের তাঁজমহল
খড়ের চিতায় নিজেকে কুরে কুরে ধুকে ধুকে পুড়ে মারছি
বিশ্বাস কর -
সায়েন্স বলে অন্তর মাঝে করে লবডব
মুসলিম বলে অন্তর মাঝে জপে আল্লাহর নাম
হিন্দু বলে অন্তরে নাকি করে রাম রাম
আমি বলি মিথ্যে সব
আমার অন্তর জুড়ে জপে শুধু তোমার নাম
আর কত জ্বালা দিবে-
তবুও আমি প্রভু ভক্ত ভৃত্তের মত
তোমার পায়ের কাছে বসে বলে যাব
তোমাকে ভালবাসি তোমাকে চাই তোমাকে চাই
আমার শেষ রক্ত বিন্দুর স্পন্দনেও আমি তোমাকে চাইÑ
১৬টি মন্তব্য
আফ্রি আয়েশা
হুম, ভালো লেগেছে 🙂
রকিব লিখন
ধন্যবাদ আফ্রি আয়েশা।। -{@
নীলকন্ঠ জয়
“বিশ্বাস কর –
সায়েন্স বলে অন্তর মাঝে করে লবডব
মুসলিম বলে অন্তর মাঝে জপে আল্লাহর নাম
হিন্দু বলে অন্তরে নাকি করে রাম রাম
আমি বলি মিথ্যে সব
আমার অন্তর জুড়ে জপে শুধু তোমার নাম ”
সৃষ্টিকর্তাকেও হার মানালেন? টেনশনে পড়ে গেলাম। ভালবাসা ফিরে আসুক।
রকিব লিখন
ভাই সৃষ্টি কর্তা হারমানাবো এমন উদ্দেশ্যে লিখি নাই।। শুধু উপমার ব্যবহার করেছি।।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।। (3
জিসান শা ইকরাম
ওরে ভালোবাসা !! 🙂
সুন্দর লিখেছেন —-
রকিব লিখন
আপনার জন্য শুধুই ধন্যবাদ।।
আপনি হচ্ছেন আমাদের জিশানদা।।
আপনার কাছে শুধু পাওয়ার প্রত্যাশা।।
তাই ধন্যবাদ ছাড়া কিছু দিতে পারবো না।। -{@
আদিব আদ্নান
আপনার সুন্দর লেখা পড়ে সুমনের ‘তোমাকে চাই’ গানটির কথা মনে পড়ে যায় ।
রকিব লিখন
সুমনের ‘তোমাকে চাই’ গানটির কথা মনে পড়লেও আমাকে কিন্তু ভুলবেন না ভাইয়া।।
নীলাঞ্জনা নীলা
সায়েন্স বলে অন্তর মাঝে করে লবডব
মুসলিম বলে অন্তর মাঝে জপে আল্লাহর নাম
হিন্দু বলে অন্তরে নাকি করে রাম রাম
আমি বলি মিথ্যে সব
আমার অন্তর জুড়ে জপে শুধু তোমার নাম ==== বুঝলাম , কবি এখন হাবুডুবু খাচ্ছেন -{@
রকিব লিখন
প্রেমে জল নাই
তাই হাবুডুবু খাব কিভাবে??
ধন্যবাদ।। -{@
খসড়া
তোমাকে সত্যিই ভালবাসা।
রকিব লিখন
ধন্যবাদ।। -{@
লীলাবতী
কি ব্যাপার স্যার ভাইয়া ? প্রেম কি এসে গিয়েছে ? 😛 -{@ -{@
রকিব লিখন
আসি আসি করেও আজও আইল না।।
প্রেমের কোকিলা আজও ডাকল না।।
-{@
বনলতা সেন
আমি কিন্তু ভৃত্যদের ই পছন্দ করি ।
জাস্ট কিডিং !
আপনি তো দেখছি জাত কবি ।
নিয়মিত আপনাদের লেখা পড়ছি এটাই আনন্দের ।
রকিব লিখন
ধন্যবাদ আপনাকে।। আপনিও খুব ভাল লেখেন।। -{@