জানা অজানা

নীরা সাদীয়া ২১ নভেম্বর ২০১৬, সোমবার, ১০:৩৩:২৫অপরাহ্ন কবিতা ২৪ মন্তব্য

fb_img_1479745798963
এখনো আমার কত যে জানার বাকি
এ পথে হাঁটি, ও পথে হাঁটি,
একটু জিরোই, আবার হাঁটি,
এখনো আমার কত কী জানার বাকি।
.
হাঁটি তো হাঁটি, কেবলি হাঁটি
ফুরোয় না পথ, কাঁকড়,কাঁদা,মাটি
মুখটি মলিন,ধূলোয় মাখামাখি;
এখনো আমার কত যে জানার বাকি।
.
কেউ হাত ধরে প্রলোভনে আর ছলে
পাশে,কাছে,দূরে,ভোলায় কৌশলে
অতপর দেয় ষোল আনার ফাঁকি;
এখনো আমার কত কি জানার বাকি।
.
পথে প্রান্তরে খুঁজি আমি কারে
কে আসে যায়, কে প্রাণ কাড়ে?
দিন শেষে দেখি আমি সে একলাটি
এখনো আমার কত কি জানার বাকি।

Neera Sadeea
১৪.১০.১৬

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ