
আবোলতাবোল
জাইকাতুল মাউত
***************
আমার পাপে জমা পাহাড়টাকে
ডিনামাইট মেরে উড়িয়ে দিয়ে,
আমার আমিকে মুক্তি দেবো,
শুন্যে তাকে ভাসিয়ে দেবো।
আমি পাপী হয়ে থাকবো মরে,
রইবো মিশে মাটির সাথে মাটির ঘরে,
কুল্লু নাফসিন জাইকাতুল মাউত।
আর সে পূন্যে হয়ে রইবে বেঁচে শক্তি হয়ে সর্বকালে।
কে বলেরে মানুষ মরে,
নাফস তথা পাপীই মরে,
পূন্যশক্তির রুপান্তরে নোঙর ফেলে সে(রুহু) ঘাটে ঘাটে।
শক্তির অবিনশ্বর সুত্রে বিগ্গানও তাই বলে,
শক্তির ধ্বংস(মরন) নেই রুপান্তর ঘটে।
গীতা বলে পুনর্জন্ম, কোরান বলে পুনরুত্থান।
মুলে একই ধর্ম বিগ্গান, এমন কি হিন্দু মুসলমান।
কে বলেরে মানুষ মরে!
না বুঝে ভেদ….. শুধু ভেদাভেদ, পাপীরাই খুঁজে।
০৭.০১.২০২২
৬টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু
না বুঝে ভেদ, পাপীরাই খুঁজে। ধর্মের আর বিভাজনের জন্ম এই তো সেদিন। আর মানুষ তো বহুকালের সৃষ্টি।।।
মো: মোয়াজ্জেম হোসেন অপু
https://fb.watch/eYjPbEwUWM/
আলমগীর সরকার লিটন
সেটাই যদি আমরা জানতাম সেটাই যদি বুঝতাম
তাহলে এত পাপ থাকতো না কবি দা———-
মো: মোয়াজ্জেম হোসেন অপু
https://fb.watch/eYjPbEwUWM/
হালিমা আক্তার
পাপ গুলো যদি ডিনামাইট দিয়ে উড়িয়ে দেয়া যেত। জেনে না জেনে কতো যে পাপ করছি। শুভ কামনা রইলো।
মো: মোয়াজ্জেম হোসেন অপু
ঠিক তাই আপা,পাপের পাহাড় বানিয়ে ফেলেছি ।ভালো থাকবেন