জাইকাতুল মাউত

মো: মোয়াজ্জেম হোসেন অপু ১৭ আগস্ট ২০২২, বুধবার, ১২:২১:১৫পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য

আবোলতাবোল

জাইকাতুল মাউত
***************
আমার পাপে জমা পাহাড়টাকে
ডিনামাইট মেরে উড়িয়ে দিয়ে,
আমার আমিকে মুক্তি দেবো,
শুন্যে তাকে ভাসিয়ে দেবো।
আমি পাপী হয়ে থাকবো মরে,
রইবো মিশে মাটির সাথে মাটির ঘরে,
কুল্লু নাফসিন জাইকাতুল মাউত।
আর সে পূন্যে হয়ে রইবে বেঁচে শক্তি হয়ে সর্বকালে।

কে বলেরে মানুষ মরে,
নাফস তথা পাপীই মরে,
পূন্যশক্তির রুপান্তরে নোঙর ফেলে সে(রুহু) ঘাটে ঘাটে।
শক্তির অবিনশ্বর সুত্রে বিগ্গানও তাই বলে,
শক্তির ধ্বংস(মরন) নেই রুপান্তর ঘটে।
গীতা বলে পুনর্জন্ম, কোরান বলে পুনরুত্থান।
মুলে একই ধর্ম বিগ্গান, এমন কি হিন্দু মুসলমান।
কে বলেরে মানুষ মরে!
না বুঝে ভেদ..... শুধু ভেদাভেদ, পাপীরাই খুঁজে।

০৭.০১.২০২২

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ