ছাইরঙা মেঘ

রিতু জাহান ১২ আগস্ট ২০১৮, রবিবার, ০১:০৮:২১অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

তোমার সঙ্গে এক কদম হেঁটে যাওয়ার ইচ্ছায়
এখনো হেঁটে যাই মৌণ মনে রক্তিম গোধূলীতে
এ বেলা ও বেলা, রাত্রির প্রতি প্রহর
অপেক্ষায় থাকি।
অশ্বত্থের মতো অপেক্ষারা আমার পড়ে থাকে অপেক্ষায়।
রাত্রির জন্য অপেক্ষা রাত্রির নিজস্ব শব্দের
পাতার খসখস
শিশিরের টুপটাপ
নির্জনে ফুটে ওঠা শিউলি
সে অপেক্ষায় হাতছানি দেয় বড্ড গভীর এক ঘুম।
ভোরের রঙও রক্তিম হয়
দিগন্তের সাথে সূর্যের মিলনক্ষন
সন্ধ্যা ও ভোর তা রক্তিম বড়
তোমার পছন্দের কোনো রং জানা হয়নি,
আজ যে শাড়ি জড়াব গায়ে
শাড়ির সে রং তাই আজ ছাইরঙ্গা কালোপাড় হোক
আমার চোখের কাজল
মধ্যমার ছোঁয়ায় তা জড়িয়ে দিয়েছি এ ছাইরঙ্গা পাড়ে।
আজ সাতাশে শ্রাবণ আকাশ মেঘলা          কালো ছাই রঙা পাড়ে মোড়া।

দিগন্তের রক্তিম ভোর রক্তিম গোধূলিও মেঘে ঢাকা।

,,,,রিতু,,,

সাতাশে শ্রাবণ।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ