চলো হারিয়ে যাই দুইজনে গভীর অরণ্যে।

যেখানে গাছ গাছালীর বন বাঁদাড়ে খেলা

করে পাখপাখালির দল কিছিরমিছির করে।

যেখানে বন্য প্রাণীরা চলাচল করে নির্ভয়ে।

যেখানে সবুজের অপূর্ব ছোঁয়া দোলা দেয়

প্রেমিক মনে। আন্দোলন শিহরণ জাগে মনে।

যেখানে ফুলের সৌরভ আর সুভাস দেহমনকে

করে চাংগা আর ফুরফুরে। নবীন সতেজ প্রাণবন্ত।

যেখানে বৃষ্টির অঝোর ধারা প্রফুল্লতা আনে

হৃদয় মন্দিরে। সুখানুভূতি আনন্দের ফল্গুধারার

চ্ছ্বসিত প্রেমিক যুগল সবুজ কাননে।

হাতে হাত রেখে কেটে যায় দুপুর বিকেল। সন্ধ্যায়

পাখি ফিরে আসে নীড়ে। প্রেমিকা বিশ্বস্ত আশ্রয়

খুঁজে প্রেমিকের বুকে। প্রেমিক আলিংগনে জড়িয়ে

রাখে প্রেমিকাকে। তারা হারিয়ে যায় মাতোয়ারা হয়

বেহিসেবী স্বপ্নময় ভালবাসায় অনন্তকালের জন্য।

হারিয়ে যায় গভীর অরণ্যে ভালবাসার প্রেমকুঞ্জে।

 

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ