কাছে এসো।

মনিরুজ্জামান অনিক ১০ মার্চ ২০২২, বৃহস্পতিবার, ০২:৫৮:৫৩অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য

কাছে এসো, আরো কাছে।

বুকের পাশে। 

জড়িয়ে ধরো, 

জোরে,

আরো জোরে।

পেঁচিয়ে যাক শরীর

শিমগাছ যেভাবে পেঁচিয়ে থাকে মাচার উপরে।

 

হাতে হাতে গুঁজে ঠোঁটে ঠোঁট ভিজিয়ে

চুম দাও।

এক শ্বাসে পৌঁছে যাও

যৌবনা সমুদ্রে।

আমি ধীর পাহাড়ের মতো খুলে দিবো সবুজ সময়।

ভুলে যাবো বাকি সব, প্রেম ছাড়া যতো উৎসব,

জয়-পরাজয়।

 

খুল,

দুয়ার খুল।

যৌবনা দুয়ার,

আজ বৃষ্টিতে হোক একাকার 

মনের অলিগলি, ফুলের বাগান

যৌবনে মেতেছে ফুল। 

আঙুলের ভেতর গেঁথে আছে আঙুল।

বুকের ভেতর ধ্বসেছে বুক,

সমতলে নেমেছে দেহ,

আহা! কি সুখ।

 

কাছে এসো, আরো কাছে,

জড়িয়ে ধরো, 

ভাজ খুলে দাও শরীরের,, 

শরীর মিশে যাক শরীরে

নদীতে নামুক তুমুল স্রোত।।

 

 

 

 

 

 

 

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ