একা কালো কাক।

মনিরুজ্জামান অনিক ১১ মার্চ ২০২২, শুক্রবার, ০৪:১৫:৫৪অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য

এক ঝাঁক শালিকের ভীড়ে জেগে থাকা একলা কাক...! 

শালিক পুষে মানুষ ..আদরে, 

প্রেমিকাকে শালিকের উত্তরসূরী বানায় প্রেমিক,

যদিও শালিক উড়তে জানে, উড়ে যায় দূরে।

কাক তবুও থাকে, রাস্তাঘাটে.. 

অলিতে-গলিতে, শশ্মাণ কিংবা কবরে।

 

এক ঝাঁক শালিকের ভীড়ে একা কালো কাক..! 

উড়ে যায়, যাক উড়ে যাক।

 

প্রাচীর ভাঙা উর্ধ্বশ্বাসে ডানা ঝাপটিয়ে

বেঁচে আছে, বেঁচে থাক।

একা কালো কাক।  ||

 

0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ