কাজলা দিদি কইরে আমার
কাজলা দিদি কই?
যার জন্য রাত নিশিদিন
একলা জেগে রই।

কাজলা দিদির সংসারে নেই
একটু খানি সুখ,
এসিড মেরে ঝলসে দিল
কাজলা দিদির মুখ।

যৌতুকেরই দায়ে কত
কাজলা দিদি মরে,
নির্যাতনের কষ্ট সয়
বাংলার ঘরে ঘরে।

বুকে কত কষ্ট নিয়ে
কাজলা দিদি কাঁদে,
মনে ব্যাথা নিয়ে বুকে
পাথর সে যে বাঁধে।

নিরপত্তা হীনতায় সে
পথে ঘাটে চলে,
ধর্ষিতা হয় কত দিদি
ভাসে চোখের জ্বলে।

অপমানের কষাঘাতে আজ
জর্জরিত যে সে,
তাইতো দিদি পৃথিবি ছেড়ে
গেছে অবশেষে।

প্রতি মূহুর্তে আমার ভিতরের শত আকুতির মাঝে, অন্তরের একটা বিদিন্ন আকুতিরা চিৎকারে বলে, যেন আমার আর কোন কাজলা দিদি নর পিশাচের ছোবলে না পড়ে। আসুন এই সব নর পিশাচদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। সবার জন্য শুভকামনা।

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress