ছোট এক পথশিশু। ঘর নেই, খাবার নেই, দিন চলে যার ক্ষুধার সাথে লড়াই করে, প্রকৃতির সাথে - নিয়তীর সাথে যুদ্ধ করে। তারও যে অনেক স্বপ্ন থাকে জেনেছি কি কখনও? তেমনই এক পথশিশুর স্বপ্নের কথা শুনাবো আজ।

শিরোণামঃ আমি তোমাদেরই এক ভাই

আমি তোমাদেরই এক ভাই;
আমারও আছে একমুঠো স্বপ্ন-
রঙিন ফ্রেম বাঁধা; অথচ দুরন্ত-
ভঙ্গুর অথবা নির্লিপ্ত।
এই স্বপ্নই আমায় বাঁচতে শেখায়-
পাখির মতো গাইতে শেখায়'
উড়তে শেখায় ডানা মেলে দূর-দিগন্ত।
এমন একটা স্বপ্ন-
যে স্বপ্নখানি দেখতে আমি চাই;
কারণ, আমিতো তোমাদেরই এক ভাই।
জীর্ণ-শীর্ণ, অতি ক্ষীণকায়।

আমার স্বপ্নে মানুষ আছে,
আছো তুমি,তোমরা অথবা আছি আমরা সকলে;
আমার স্বপ্নে নিপীড়িতের কথা আছে-
বেঁচে থাকার আশা আছে;
দুমুঠো অন্ন আছে,আছে ছোট্ট এক কুঁড়েঘর-
যে ঘরে মিশে আছে সুখ অনন্ত।
এমন একটা স্বপ্ন-
যে স্বপ্নখানি দেখতে আমি চাই;
কারণ, আমিতো তোমাদেরই এক ভাই।
নিঃস্ব এক পথের শিশু, স্বপ্ন অতিকায়।

 

পথশিশুদের আর নয় অবহেলা।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ