আমাকে কোনদিন ধারণ করতে পারবেনা।

মনিরুজ্জামান অনিক ২৫ সেপ্টেম্বর ২০২২, রবিবার, ০৫:২৬:৫৩অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য

 

আমাকে ধারণ করতে পারবেনা তুমি

আমি অতি সাধারণ,অতি নগণ্য,

মৃতপ্রায় এক জলাভূমি।

সাধারণ বলেই তোমাদের নাগরিক কোলাহলে

তোমাদের ঐ পুঁজিবাদের দাবানলে

আমাকে কোথাও খুঁজে পাবেনা।

 

আমার ভালোবাসা ধারণ করার ক্ষমতা

তোমার নেই, ছিলোনা।

তোমার দৃষ্টিতে ভালোবাসার নদীতে

যে কংক্রিটের দালান উঠে গেছে

যে হিংস্র বিষন্নতার স্রোত বয়ে গেছে পুব হতে পশ্চিমে, লাল কার্পেটে মোড়া রাজ মহলে।

সেখানে আমার ভালোবাসা নেই,

কোনদিন ছিলো না।

 

আমাকে কোনদিন তুমি খুলে দেখতে পারবে না।

তোমার গানিতিক সূত্রে হয়তো তোমার জীবন

বিশ্লেষণ করতে পারবে, কিন্তু আমাকে পারবে না।

উচ্চবিত্তদের গনিতের বাহিরে কোন জীবন নেই,

তারা যোগ কিংবা বিয়োগেই আটকে থাকে,

আটকে রাখে নিজেদের আনন্দ,

বেদনা কিংবা ভালোবাসা।

আমার জীবন ভিন্ন, দল ছুট হরিণের মতো মৃত্যু আশংকা মাথার তাজ হয়ে বারবার সামনে আসে।

এই যাযাবর জীবনে কোন আলো নেই। আছে শুধু,

মাঝ নদীতে হিংস্র স্রোতের কবলে পড়া ক্ষুধার্ত কান্না।

আমাকে কোনদিন তুমি ধারণ করতে পারবে না।

0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ