আত্মকথন ( শততম ব্লগপোস্ট)

আগুন রঙের শিমুল ২২ মার্চ ২০১৭, বুধবার, ০৭:২৯:২১পূর্বাহ্ন খেলাধুলা ১৫ মন্তব্য

অনেক জন্ম আগে আমি ছিলাম স্প্যানিশ শৈলচূড়ায় সাদা ঘোড়ার পিঠে লাল ব্যান্ডানা বাধা ব্যান্ডিতো। অলিভকুঞ্জে আমি ঘুরেছি হতশ্রী, বান্ধবহীন, তৃষ্ণার্ত। প্রতিটি জনপদ পেরিয়ে গেছি অবহেলায়, কোন নীল চোখ, জেটব্লাক চুল, মোহন হাসি কিচ্ছু আটকাতে পারেনি তখনো। কেবলই তোমার খোঁজ, খোঁজার শেষ হয়নি এক জন্মে।

তাই,
আরেক জন্মে আমি এসেছিলাম স্ক্যান্ডিনেভিয়ান ভাইকিং যুবা হয়ে, আবছায়া মনে আছে ঝড়ের সাথে যুদ্ধকরে টিকে থাকা আপেল কাঠের বোটে কত উত্তাল জলপথে ঘুরেছি একা একা। তিমির চর্বির মোম জ্বালিয়ে, সীলের চামড়ার তাবুতে কত দীর্ঘরাত চাঁদকে দেখেছি বরফের ওপর পিছলে যেতে। নবোড়া চাঁদ কতবার মুখ লুকিয়েছে মেঘের আঁচলে,ইর্ষায়।

আমার একলার খোঁজ দেখে ভেবেছে আমাকে কেউ খোঁজেনা কেন এমন?

কিন্ত মুক্তি মেলেনি।

তাই পরের জন্মে হয়েছিলাম, একটা দুরন্ত গাংচিল। গাঙ্গেয় পলিভুমিতে নেমে এসেছিলাম উষর পর্বত থেকে, নখের দাগ রেখে যেতে নরম পলিতে। উড়ে উড়ে, উড়ে উড়ে খুজেঁ গেছি কত দীর্ঘদিন দীর্ঘতর রাত্তির। বিরুদ্ধ বাতাসে।
পাওয়া হয়নি।

তাই পাখিজন্মের শেষে আমি জন্মেছিলাম একবার ঘাস হয়ে, একবার পথ। কোনবারেই রাঙা চরনের ছোঁয়া পায়নি অপেক্ষমান তৃষ্ণার্ত।

তাই বুঝে এই জন্মে বেছে নেয়া শাপগ্রস্ত জীবন।

এই জনমে হয়েছি আমি সাধারণ এর চেয়েও সাদামাটা। সাদাকালো দিন যাপনের ফাকেই তোমার খোঁজ চলছিল …….. তোমারও বুঝি পছন্দ নয় বর্নচ্ছটা। তাই বুঝি অশ্রুজলে মিটিয়ে দিতে অনন্তের তৃষ্ণা, নেমে এলে ধূলিতে। ছুঁয়ে দিয়ে শাপমুক্তি ঘটাতে। জন্মান্তরের সঞ্চিত ব্যথার সুর মুহুর্তেই মুছে গিয়ে বেজে ওঠে অতাশ্চর্য সিম্ফনী। যুগল শ্রাবনের আবাহনে স্বপ্নযাত্রা অনন্তকালের সুতীব্র উষ্ণতার আস্বাদে।

হাজারো প্রতিকুলতা পেরিয়ে আমি আমার তোমাকে পেয়েছি, তবুও ....
আমাদের রাজত্বে মেঘেদের আনাগোনা খুব -
খুব বেশী আসে যায় অঝোর শ্রাবণ,
আমাদের সোনাধুলি সংসারে রোজ রোজ
বেজে যায় আটপৌড়ে কান্নাহাসির সাতকাহন।

আমাদের রাজত্বে ঢেউয়েদের উথালপাথাল -
বিপন্ন কুয়াশায় ঢাকা পরে সোনাবরু সকাল,
আমাদের সাঁঝবেলা ছুঁয়ে থাকে সাঁওতালী মাদলের সুর
আমাদের সংসার ; দুই গোলার্ধের এপার ওপার।

- এটা সোনেলায় আমার শততম ব্লগপোস্ট। আমার মতো অস্থির ফাকিবাজ টাইপ মানুষ একশটা পোস্ট দিছে ... এইজন্যই সবাই আমাকে শুভেচ্ছা জানান

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ