আজ কবিতার দিন

সুলতানা সোনিয়া ১৫ অক্টোবর ২০১২, সোমবার, ১২:১৭:৪০অপরাহ্ন বিবিধ ৭ মন্তব্য

আজ আমার কবিতার দিন
কিছু শব্দের গাঁথুনি/ কয়েকটা লাইন,
কবিতা হোক বা নাই হোক
আজ কবিতা লেখার দিন ।
কীবোর্ডে আঙ্গুলের ঝড়,

দীর্ঘ সময় ধরে অস্থির হয়ে লিখে যাওয়া,
এত টুকুনও থামবোনা আজ ।
যেন থামলেই শব্দগুলো হারিয়ে যাবে !
অনুভূতির সাথে মিশে ,,
আজ সকল শব্দের হবে মিলন ,
ল্যাপটপের স্বচ্ছ চারদেয়ালের মাঝে ।
আজ আমার কবিতার দিন।
আজ আমি কাঁদবো অথবা হাসবো !
লিখে লিখে ক্লান্ত হবে কলম,
দূই চোখের পাতা আর অদৃশ্য অনুভূতি ।
আজ লিখতে দাও আমায় থামবোনা আমি !
আজ শূন্যতার কথা লিখবো ...
ভালোবাসার কথা লিখবো ।
জীবনের কথা লিখবো ।
সপ্নের কথা লিখবো !!
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ