অলস দুপুর।

মনিরুজ্জামান অনিক ২৫ জানুয়ারী ২০২২, মঙ্গলবার, ১১:৫৮:৫২পূর্বাহ্ন কবিতা ২ মন্তব্য

অলস দুপুর।

কবির ভাইয়ের চায়ের দোকানে বসে আছি।

হাতে এককাপ চা।

চায়ের সাথে তোমাকে গুলিয়ে খাচ্ছি।

তুমি মিশে আছো মন-মস্তিষ্কে।

 

চারদিক অলস দুপুর,,

কয়েকটা মাছি ভো ভো করে উড়ছে,

দেখছি…

ভাবছি!

তুমি কি আজ শাড়ি পড়েছো!

পুরনো শাড়ি, আলমারিতে ভাজ করা ছিলো

ন্যাপথলিনের সুবাস বাতাসে মিশে গেছে।

 

মাঝে মাঝে আমি এমনই করি।

অফিসে থেকে পালিয়ে যাই..

হেঁটে হেঁটে শহরময় ঘুরে বেড়াই।

শিশুপল্লীর কবরে কতোজন শুয়ে আছে এতিম;

তাদের অতৃপ্ত কথাগুলো খুঁজে ঘুড়ি বানাই।।

 

চায়ের কাপে শেষ চুমুকের চা পড়ে আছে,

মাথার ভেতর তুমি আর অলস দুপুর।

তোমাকে যতোবার ছেড়ে যেতে চাই,

তুমি হয়ে উঠো আমার শৈশবের পদ্মজলা পুকুর।

যেখানে এখনো দু’টি রাজহাঁস সাঁতার কাটে।

ঐ পাড়ে চেঁচামেচি করে দু’টি হিংস্র কুকুর।।

৩৫৮জন ৩০৩জন
0 Shares

২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ