এ যেন হিমালয় জয় করলো বাংলাদেশর মেয়েরা। হিমালয় কন্যা নেপালের কাঠমুন্ডুতে সাফ উইমেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপাল কে ৩-১ গোলে হারিয়ে জয়ের মুকুট পরে নিল বাঙালি ললনারা। তাদেরে এ জয় মেয়েদের এগিয়ে যাওয়ার পথে সাহস ও অনুপ্রেরণা যোগাবে। নারীর পোশাক গবেষণা যখন বিতর্কের তুঙ্গে। তখন প্রমীলাদের জয় নিশ্চয়ই বাকিদের সামাজিক বাধা পার হতে অনুপ্রেরণা যোগাবে। [ বিস্তারিত ]