ধুলো জমা উঠোন বাড়ি

বন্যা লিপি ২৬ জানুয়ারি ২০২২, বুধবার, ১১:৫৪:২২অপরাহ্ন একান্ত অনুভূতি ১০ মন্তব্য

কোনো এক বিচ্ছিন্ন অথচ একক তন্ত্রের চাহিদা জোড় দাবি দাওয়া করেছিলো শ্লোগান।                 কতগুলো শুকনো মরা কাঠে পেরেক ঠুঁকে ঠুঁকে দাঁড় করিয়ে দেয়া হয়েছিলো একটা অবয়ব। তারপর তার নাম রাখা হলো পাকাপোক্ত করে। একে একে জমতে শুরু হলো কাঠের পরিচয়ে চেয়ার! টেবিল ছিলো কি?

- কি জানি! মনে করতে পারছি না ঠিক এই মুহুর্তে।আপনাদের কারো কিছু মনে আছে নাকি এরকম কিছু?

যাহ্ ব্বাবাহ্.... কোনো আওয়াজই তো আসছে না দেখছি! কেউ নাই নাকি?

আমাদের প্রত্যেকের ডায়রীতে কী তাহলে জমা পরেছে একান্ত গোপন কিছু দহন! আমাদের আঙুলগুলো কি তবে ফিরিয়েছে দিক? বদলেছে  বাঁ থেকে পূবের কোনো অসার বিতর্কের গহ্বরে!

ঝেরে কেচে ধুলো, আসুন আবার দখল করি চেয়ারগুলো। শব্দগুলো থাকেইত মরার মত পরে! সিঞ্চিত জলকণা ঢেলে ঢেলে আবার বেঁচে উঠতে ফেরাই চলুন কোলাহলে একটু খানি বেঁচে থাকার উপলক্ষ মাত্র!!!!!

কই হে সঅঅঅঅব...........??????

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ