হৃদয়ের টানাপোড়ন

মুক্তা ইসলাম ২২ মার্চ ২০১৯, শুক্রবার, ১১:৫৪:০৮পূর্বাহ্ন কবিতা ২১ মন্তব্য

অনিশ্চয়তায় ঘেরা ব্যস্তময় এই জীবনে; নানা অলি গলি পথ বেয়ে, লোকাল বাসের জানালা পেরিয়ে। তোমার হাসিময় মুখখানা, কেন আমার চোখের সামনে, বারবার যখন তখন ভেসে ওঠে? কেন জড়িয়ে থাকো দিবানিশি; কারনে অকারণে ছবির মত, আমার দুটি আখিতে আখিতে? যাকে কখনো তুমি চাওনা, তোমার হৃদয় কুঠিতে রাখিতে! তবু কেন তুমি এক টুকরো; সাদা মেঘ হয়ে ভেসে বেড়াও, আমার হৃদয় নীল আকাশে! অনেকদিন হয়ে গেল; শোনা হয় না আর, তোমার সেই যাদুকরি কন্ঠস্বর! তাই আমিও সময় পার করতে; নিজের গায়ে জড়িয়ে নিয়েছি, ব্যস্ততার ক্লান্তিকর নিষ্ঠুর চাদর! ইচ্ছে করেই রাত জাগিয়ে রাখি নিজেকে, তেতো লিকারের কড়া চায়ের বিস্বাদে। কবিতায় মুখ ডুবাই মশার কামড়ের সাথে, রাস্তার কুকুরগুলোও আজকাল বেশি রাত জাগে, রাতের নিস্তব্ধতা ভাঙ্গে কলহের উচ্চ শব্দে! ভাবনাগুলো তখনও জটিল অংক কষে, যখন মন আমার মাতাল থাকে, না পাওয়া ভালবাসার মিথ্যা রেষে! আমার কোন আম্রকানন নেই, নেই ভাগিরথী তীরের পলাশী প্রান্তর, নেই অবিশ্বস্ত সেনাপতি মীরজাফর, তবু যেন আমি হাপিয়ে উঠেছিলাম, তোমায় না পাওয়ার ব্যর্থতার যুদ্ধে! মুহুর্তেই আমার চোখের লোনাজলে, আমার দৃষ্টি ঝাপসা হয়ে আসে। হঠাৎ দেখি তুমি আমার, মাথার কাছে চুপটি করে বসে! এক গাল হাসি নিয়ে, আছো আমার মুখ পানে চেয়ে। মনেহচ্ছে পৃথিবীর সব সুখ যেন, একান্তই তোমায় রয়েছে ঘিরে! আমার এলোমেলো চুলগুলো, নাড়ছো তুমি আপন মনে। তোমার নির্মল হাতের ছোয়ায়; ঘুমের দেশ হতে এক রাশ ঘুম যেন, নেমে এলো আমার চোখের তারা জুড়ে! আমি জলভরা ঝাপসা চোখে, আধো আধো অন্ধকারে। তোমার সুকোমল মুখখানি, দেখছি চেয়ে চেয়ে। আর আমার অতৃপ্ত হৃদয়, নি:শব্দে বারবার ডেকে, তোমায় কি যেন বলছ

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ