সচেতন হোন, সচেতন থাকুন।

মারজানা ফেরদৌস রুবা ১১ জুন ২০১৫, বৃহস্পতিবার, ১২:১০:০৫পূর্বাহ্ন সমসাময়িক ২১ মন্তব্য

আমরা সকলে মিলে একটু চেষ্টা করলেই যে পারি, এবারকার রাজশাহীর আম পাড়ার সময়সূচী নির্ধারণ এবং সবাই তা মেনে চলাই তার জ্বলজ্যান্ত প্রমাণ। অনেক দিনের পুরোনো সমস্যার সমাধান করা গেছে। আমরা সচেতনতা তৈরী করে বিষমুক্ত আম সারা দেশে সরবরাহ করতে পারছি। এইধারা অব্যাহত রাখতে হবে।

Md Shahriar Alam MP
===========================================================

ধন্যবাদ সরকারের ভুমিকাকে। গত বছর একেবারেই আম কেনা হয়নি। এ বছরও কিনবো কিনা বুঝতে পারছিলাম না। সাধারনত গত কয়েক বছর যাবত নির্দিষ্ট এক ব্যাক্তির মাধ্যমে সরাসরি রাজশাহীর বাগান থেকে আম আনিয়ে নিজেরাও খাই, আত্মীয়-পরিজনকেও দেই।

এবার তাঁর কাছে জানতে চাইলাম আমের খবর কি? উত্তরে বললো ”ম্যাডাম, আম তো এবার বাগান থেকেই নামেনি। সরকারীভাবে টাইম বেধেঁ দেয়া আছে, সময় হলে নামানো হবে। আর ঢাকার বাজারেও কড়া নজরধারী। “

আশ্বস্ত হলাম যে, এবার তাহলে একটু নিশ্চিন্তমনেই আম খাওয়া যাবে।

কাজেই, ভোক্তা (পাবলিক) সজাগ থাকলে, সরকার সচেতন থাকবে আর সরকার কঠোর থাকলে যে কেউ নিয়ম মেনে চলতেবাধ্য থাকবে।
অতএব আমরাই পারি, আমাদের অধিকার নিশ্চিত করতে।
সুতরাং, সচেতন হোন, সচেতন থাকুন।

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ