এইসব সুখেরা,

জুলিয়াস সিজার ২০ ফেব্রুয়ারি ২০১৪, বৃহস্পতিবার, ০২:৪৯:৩২পূর্বাহ্ন কবিতা ১৫ মন্তব্য

কিছুই ভালো লাগে না আর।
একটি চড়ুই আমার জানলায় এসে বসে না,
অন্ধকার রাতে তারা দেখে সুখ পায় না।
একটি ঘাস ফড়িংয়ের পিছনে আর ছুটতে পারি না,
এক জোড়া ঘুঘু দেখে আমি আর সুখী হই না।
ঝাঁকে ঝাঁকে জোনাকি আমি খুঁজে বেড়াই না এখন,
মাঠের সবুজ ঘাস আর আমার আপন লাগে না।

সব কোলাহল, জনস্রোত অসহ্য লাগে,
চারপাশে মুখোশের ছড়াছড়ি।
একটা জোছনা রাতের জন্য, এক ফোঁটা বৃষ্টির জন্য,
আমি আর ব্যাকুল হতে পারছি না।
অসহ্য অসহ্য অসহ্য!
আলোটাই অসহ্য লাগছে আমার,
অন্ধকারে ছিলাম তো ভালোই ছিলাম।
অন্ধকারেই ফিরে যাবো।

এই আলো বাতাস, জোনাকি পোকা, পাখি, সবুজ,
মেকি ভালোবাসা অভিনয় হাসি কান্না,
এবং একজোড়া শালিক আমায় আর সুখ দিতে পারছে না।
আমি মিথ্যেবাদী নই, তাই আমি সুখী নই।

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ