সকালে ঘুম ভাঙল মেসেজের টোনে। রবিকে গালি দিয়ে মোবাইল হাতে নিলাম। এত সকালে আমাকে মেসেজ দিয়ে গুডমর্নিং উইশ করার মতো মানুষ পৃথিবীতে নেই। মেসেজ ভিউ করে দেখি;-
"উম্মাহহ..... জান। ব্রেকফাস্ট করেছ?"
মেজাজটা খারাপ হয়ে গেল। প্রেম করবে তোমরা আর ঘুম ভাঙাবে আমার। আমি উত্তর দিলাম;-
"না জান। ব্রেকফাস্ট করিনি। তুমি করেছ? আর তুমি গে হলে কখন থেকে?" 🙂
সাথে সাথে রিপ্লাই আসল;-
-- "স্যরি দোস্ত। ভুলে তোকে পাঠিয়ে দিয়েছি। ডিলিট করে দে।"
তার গার্লফ্রেন্ডের নাম আমার নামের সাথে প্রায় মিলে যাওয়ায় মাঝেমধ্যে সে আমাকে এমন উম্মাহ চুম্মা দিয়ে দেয় সকাল সকাল।

আর একদিন সকালে এক সিনিয়র ভাইয়ের মেসেজ;-
"ব্রাশ হয়েছে? ব্রেকফাস্ট করেছ?"
এই মানুষ ভবঘুরে সন্ন্যাসী টাইপ। উনার গার্লফ্রেন্ড হওয়ার কথা না। আর উনার সাথে আমার সম্পর্ক ভালো। ভাবলাম আমার এদিকে এসেছেন। হয়তো একসাথে চা খাওয়ার জন্য ডাকবেন। তাই হয়তো বড় ভাই খোঁজখবর নিচ্ছেন। আমিও সোজাসুজি রিপ্লাই দিলাম;-
-- "ব্রেকফাস্ট করিনি এখনো। আপনি করেছেন?"
একটু পর রিপ্লাই দিলেন;-
-- কিরে কার মেসেজ কাকে দিস তুই? হঠাৎ আমার ব্রেকফাস্টের খবর নিচ্ছিস? কাহিনী কি?
আমি আবার লিখলাম;-
"আপনিই তো আমার ব্রেকফাস্টের খোঁজ নিলেন।"
তিনি--
-- স্যরি স্যরি! ভুলে সেন্ড হয়ে গেছে।

একদিন রাতে মুভি দেখছিলাম। আবার উনার মেসেজ।
-- ঘুম?
"আমি রিপ্লাই দিলাম, দাদা আপনি কি আমাকে জিজ্ঞাসা করলেন?"
তিনি--
-- তোর মোবাইলে তোকে মেসেজ না দিয়ে কাকে মেসেজ দেব? একটু সমস্যায় আছি। তোর সাথে আলাপ করা দরকার। তুই না ঘুমিয়ে থাকলে ফোন দিতাম।
আমি লিখলাম;-
"আপনি একবার ভুলে আমার ব্রেকফাস্টের খোঁজ নিয়েছিলেন তো!" 😉

ভাবছি নিজের নামটা পালটে ফেলব। এভাবে পোলাপাইনের ভুল উম্মাহহ... চুমা খাইতে ভালো লাগে না আর!

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ