##‪#‎কত দুর্ভাগা সময় পার করেছি…….

আলমগীর হোসাইন ৩১ জুলাই ২০১৫, শুক্রবার, ০৮:১৫:৫৮পূর্বাহ্ন বিবিধ ১ মন্তব্য

##‪#‎কত‬  দুর্ভাগা সময় পার করেছি.......

২৯ জুলাই ,২০১৫ ইং ; আজকের দিনের শুরুটা খুবই অন্যরকম ||গত রাত লন্ডন টাইম ৪ টা পর্যন্ত জেগে থেকে সর্ব উচ্চ চেষ্টা করছিলাম ঐ চরম বেয়াদব সাকা রায় টা কি হবে জানার জন্য | দীর্ঘ দিন ধরে ঘন্টার পর ঘন্টা অনলাইনে আমি সহ অনেক অনেক সহযোদ্ধারা ব্যয় করছি ইনসাফের দাবিতে || প্রাপ্তির আনন্দ এখানেই যা বলার ভাষা রাখে না |

একজন মানুষের মৃত্যতে কিংবা মৃত্যুদণ্ড বহাল থাকায় খুব কম মানুষই খুশি হবার কথা | কিন্তু আজ সারা জাতি ঐ সব নর ঘাতকদের রায়ে খুশি | এই ঘাতকরা তো মানুষ ছিল না, মানুষ রুপি একধরনের জঘন্য হায়েনা |

পৃথিবীর প্রতিটা কোনায় যেখানে একটা বাঙালি আছেন তারা কম বেশ সকলেই ( শুধু রাজাকারের আন্ডা বাচ্চা ছাড়া ) রাজাকারের ফাসির দাবিতে সংহতি প্রকাশ করছেন |আমরা আবিষ্কার করেছি বাংলা বর্ণমালার সুন্দরতম শিখন পদ্ধতি। ক তে কাদের মোল্লা - তুই রাজাকার তুই রাজাকার। স তে সাকা- তুই রাজাকার তুই রাজাকার।

###কত কত দুর্ভাগা সময় পার করেছি আমরা। আমাদের চোখের সামনে সাকা /নিজামী /মুজাহিদ নামের শুকরশাবকরা গাড়িতে বাংলাদেশের পতাকা নিয়ে ঘুরে বেড়িয়েছে ||

শহীদ জননীর নামে একটা ছাত্রী হলের নামকরণ করতে পারিনি আমরা। বাংলাদেশের জন্মের বিরোধীতাকারী জামায়াত নামের বর্বর দলটা মুক্তিযোদ্ধা সম্মাননা নামের প্রহসন করার সাহস দেখিয়েছে। সেখানে প্রতিবাদ করায় লাঞ্ছিত হয়েছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা।

##‪#‎আপিলে‬ মৃত্যুদণ্ড বহাল থাকবে এটি অবশ্যই অত্যন্ত প্রত্যাশিত ছিল। এরকম অপরাধে আগে যত মামলা হয়েছে তারমধ্যে সবচেয়ে বড় অপরাধী সাকা।একাত্তরে চট্টগ্রামে হত্যা-গণহত্যার মূল নায়ক ছিল এই মানুষ রুপি হায়েনা |শুধু তাই নয় পরবর্তীতেও সে ঔদ্ধত্য দেখিয়েছে |

কুখ্যাত রাজাকার সাকার রায়ের মাধ্যমে এর মাধ্যমে আইনের শাসন ও ন্যায় বিচারের দৃষ্টান্ত স্থাপন হয়েছে। অপরাধ যখনই হোক, ৪৪ বছর পার হওয়ার পরেও যে বিচার হয় তার একটি অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ।

‪#‎প্রিয়‬ নেত্রী শেখ হাসিনা একমাত্র এই কৃতিত্বের দাবিদার আপনি || মহান আল্লাহ পাক আপনার মঙ্গল করুক এবং এই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আপনাকে আল্লাহ পাকনেক হায়াত দান করুক আমি সহ আমার অনেক সহ যোদ্ধারা আল্লাহ পাকের দরবারে আপনার জন্য দোয়া করি ||

‪#‎বিশ্বের‬ অনেক বড় বড় শক্তিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আপনি চরম সাহসিকতার পরিচয় দিয়েছেন ; আমার মত নতুন প্রজন্মের কাছে আপনার এই সাহস অনুপ্রেরণা যুগাবে জীবনের সব ক্ষেত্রে |

রাজাকারের বিচার শুধু দেশ নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশ বিচারের একটি অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করল।

‪#‎একটু‬ পিছনে যাই ;একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে চট্টগ্রামের রাউজানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহকে হত্যা, সুলতানপুর ও ঊনসত্তরপাড়ায় হিন্দু বসতিতে গণহত্যা এবং হাটহাজারীর এক আওয়ামী লীগ নেতা ও তার ছেলেকে অপহরণ করে খুনের দায়ে ২০১৩ সালের ১ অক্টোবর সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

‪#‎বুধবার‬ আপিলের বিভাগের রায়েও তা বহাল রাখা হয়।

##‪#‎এখন‬ যত দ্রুত সম্ভব এই রায় বাস্তবায়ন হোক-সেটাই আমরা চাই।

ধন্যবাদ
আলমগীর হোসাইন
ম্যানচেস্টার,ইংল্যান্ড !!

0 Shares

একটি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ