পাক-ভারত যুদ্ধ নিয়ে আমার অভিমত —

আলমগীর হোসাইন ৩০ সেপ্টেম্বর ২০১৬, শুক্রবার, ০৩:৪৭:৪২অপরাহ্ন সমসাময়িক ৫ মন্তব্য

পাক-ভারত যুদ্ধ নিয়ে আমার অভিমত --

ভারত-পাকিস্তান যুদ্ধ ইতি মধ্যে শুরু হয়েগেছে |আপাদত সীমান্ত এলাকায় যুদ্ধ চলছে-গতকাল টানা ৭ ঘন্টা ইতি মধ্যে ভয়ানক বন্দুক যুদ্ধ হয়েগেছে |

আমার প্রশ্ন কে লাভবান হবে ? আর এই উপমহাদেশ যুদ্ধ হলে কার বেশি ক্ষতিহবে ?
সব চেয়ে বেশি ক্ষতি হবে ভারতের | তাদের একটা সুন্দর ভবিষ্যৎ আছে,সারা দুনিয়াতে অবদান রাখার |এখন সারা দুনিয়াতে তারা প্রযুক্তি রপ্তানি করছে আর প্রকান্তরে পাকিস্তান রপ্তানি করছে-আত্মঘাতী সন্ত্রাস |
পাকিস্তানের যেটা লাভ হবে -তারা সারা মিডিলিস্টে ছড়িয়ে দেবে -তারা ইসলামের জন্য যুদ্ধ করছে | আর সেখান থেকে আসবে সোনারূপা-টাকা-পয়সা |আর এগুলো দিয়ে অনায়েসে যুদ্ধের গুলাবারুদ পাকিস্তান কিনবে রাশিয়া /তাদের পুরানো মিত্র যুদ্ধরাষ্ট থেকে |
ভারতের আরেক শক্তিশালী প্রতিপক্ষ চাইনিস রা কিন্তু গোপনে অস্র বিক্রি করবে পাকিস্তানের কাছে |

সারা দুনিয়ার বড়অস্ত্ৰ বিক্রয়কারী
দেশ ব্রিটেন ও ফ্রান্স তাদের ব্যবসায়িক মুনাফা গুলো খুব সহজে পাবে আমাদের এই উপমহাদেশে যুদ্ধ-যুদ্ধ খেলা শুরুর মধ্য দিয়ে |
এক সময় যুদ্ধ হবে -
ছোট থেকে বড় |সিরিয়া না হোক -এরচেয়ে কয়েক গুন্ ভয়ানক হবে এই যুদ্ধ -যদি কিছুদিন স্থায়ী হয় |কারণ দুদেশেরই মানুষ মারার সব চেয়ে বড় বোমা আছে |

মানব অধিকার সংঘটন গুলো পৃথিবীর কিছু
জায়গায় একটু -আধটুকু চিল্লা ফিল্লা করবে | তারপরেও কয়েক বছর চলবে -এই যুদ্ধ-যুদ্ধ খেলা |

কাজেই আমি মনে করি ১০০ কোটি মানুষের দেশে ভারতের উচিত খুব বুঝে শুনে যুদ্ধ-যুদ্ধ খেলায় পা দেয়া !

ধন্যবাদ
আলমগীর হোসাইন
ম্যানচেস্টার,ইংল্যান্ড |

(সময় পেলে এবিষয়ে আপডেট দেব )

0 Shares

৫টি মন্তব্য

  • আবু খায়ের আনিছ

    আপনি সময় পেয়ে আপডেট দেন, আর বিস্তারিত আলোচনা করেন। যেটুকু বলেছেন তাতে আমাদের মানে বাংলাদেশের কিছুই বলেন নি, আর ভারত পাকিস্তানকে নিয়ে যা বলেছৈন তাও যথেষ্ট নয়। যুদ্ধ কেউ চায় না, তবে পাকিস্তান তাদের অভ্যন্তরীন কোন্দল বন্ধ করতে পারে না, বরং এদের ঘরে প্রতিদিন নতুন নতুন সন্ত্রাস তৈরি হয়, এই বিষয়টা মাথায় রেখে ভারত সহ অন্যদের পদক্ষেপ নেওয়া উচিৎ।

  • নীলাঞ্জনা নীলা

    পৃথিবীতে আমি যে জাতিকে সবচেয়ে বেশী ঘৃণা করি, সে হলো পাকিস্তান। অনেকেই জিজ্ঞাসা করেন আমাকে পাকিস্তানেও অনেক ভালো মানুষ আছে। আমি তখন বললাম আমার পরিবারে যদি আমি খারাপ হই, পুরো পরিবারকেই কিন্তু তার জন্য জবাবদিহিতা করতে হয়। আর এ তো একটা দেশ। আজও তারা যুদ্ধাপরাধীদের ফাঁসিতে সমবেদনা পোষণ করে। এরা সন্ত্রাসীর জন্ম দেয় ধর্মকে ব্যবহার করে। এদের রক্ত আমাদের দেশে আছে এখনও, তাই আমি পাকিস্তানীদের ঘেণ্ণা করি। দেশে থাকতে আমি পাকিস্তানের জুসটাও মুখে দেইনি। আর এখানে পাকিস্তানী কাপড়ে বাজার সয়লাব। আমি কিনিনা। বাধ্য হয়ে ট্যাক্সি চড়তে হয়। কিন্তু এদের সাথে কথা বলতেও আমার রুচিতে বাধে।

    তাই আজ যদি পাকিস্তান ধ্বংসও হয়, আমার একটুকুও কষ্ট হবে না।

  • মৌনতা রিতু

    ভারত এবং পাকিস্তান এই দুই দেশ কোনোটার প্রতিই আমার সামান্যতম সহানুভূতি নেই। এক কথায় দুই দেশের প্রতিই আমার তীব্র ঘৃণা।
    হ্যাঁ, যুদ্ধ বাধলে সাধারন মানুষ অর্থাৎ কাষ্মীর নিয়ে চিন্তিত আছি।

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ