২০৮০ সাল

শাফিন আহমেদ ২৮ জুলাই ২০১৯, রবিবার, ১০:৩৪:০৮অপরাহ্ন অন্যান্য ৪০ মন্তব্য

শান্ত ওর বাবার সাথে বসে একটা পত্রিকা দেখছে আর অবাক হচ্ছে।
বাবা বাবা এটা কি ?
- কই দেখি,ও আচ্ছা এটাকে বলা হয় গাছ আজ থেকে আরও ৬০/৭০ বছর আগে আমাদের দেশেও এমন গাছপালা ছিল , তবে খুব বেশী ছিলনা ।
- ও আচ্ছা সুন্দর তো , বাবা এটা কি ?
-ও আচ্ছা এটাও একধরনের গাছ এটাকে বলা হয় সুন্দরী গাছ ।
- হি হি , সুন্দরী কেন বাবা ? এটা দেখতে কি অনেক সুন্দর ? এটা তো আগের গাছটার মতই সবুজ চুল ,খয়েরী শরীর ।
-সুন্দর তো সব গাছ,তবে এটার নাম রাখা হয়েছে সুন্দরী । আমাদের দেশে একসময় একটা বন ছিল সুন্দরবন নামে , এই বনে এই গাছ বেশী পাওয়া যেত বলে নাম রাখা হয়েছিল সুন্দরী গাছ ।
-হি হি ভালোই । এখন কোথায় বাবা বনটা ?
-এই যে বাবা আমাদের বাসার পাশেই ঐ যে বিদ্যুৎ কেন্দ্রটা দেখছো ওখানেই ছিল,জানো আব্বু একসময় আমাদের নিঃশ্বাস নিতে এই অক্সিজেন এর সিলিন্ডার গুলো লাগতো না ,এই যে তোমার আমার মুখে অক্সিজেন মাস্ক পরা এগুলো কিছুই লাগতো না
- কি বল তাহলে শ্বাস প্রশ্বাস কিভাবে নিতাম আমরা?
- এই যে গাছ গুলো তখন ছিল, ওরাই তখন আমাদেরকে অক্সিজেন দিয়ে বাচিঁয়ে রাখতো
- সত্যি বাবা?? গাছের কাছে অক্সিজেন ও ছিলো ?
- হ্যা ছিলো বাবা । এখন এগুলো শুধুই স্মৃতি ।
-বাবা ওই বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছিল কি সব গাছ মারা যাওয়ার পরে?
- না বাবা জীবিত গাছগুলোকেই কেটে তৈরি করা হয়েছিল ।
বিদ্যুৎ চলে গেলো ...
বাসায় এসি থাকা সত্যেও গরমের তীব্রতায় বাবা ও ছেলে দুজনেই অস্থির হয়ে যাচ্ছে
হঠাৎ ওপাশ থেকে মিতু ডেকে উঠলো , শান্তর বাবা আমার অক্সিজেন বোধহয় শেষ তোমার টা একটু দাও আর দ্রুত নতুন সিলিন্ডার আনতে বল । অবশেষে শান্ত কে গরমের কষ্ট থেকে বাঁচানোর জন্য একটা ইঞ্জেকশন পুশ করা হল (কুল স্লিপ নামের ) । শান্ত কিছুটা স্বাভাবিক হয়ে ঘুমিয়ে পড়লো , ওর বাবা অসহ্য গরমে মিতুর কাছে তার অক্সিজেন সিলিন্ডার টা নিয়ে এগিয়ে গেলো । বিদ্যুৎ না থাকার কারনে নতুন অক্সিজেন সিলিন্ডার বাসায় আসলো না । অর্ডার করা হয়েছে তবে বাসায় একটা মেশিন আছে অটোমেটেড ডেলিভারী মেশিন , সেটায় পর্যাপ্ত চার্জ না থাকায় সময়মত আসল না ।
অত্যাধুনিক যন্ত্র গুলো তৈরির কারনে অস্বাভাবিক হারে বিদ্যুৎ প্রয়োজন হচ্ছে যার ঘাটতি ওই বিদ্যুৎকেন্দ্র মেটাতে পারছেনা । আরো বেশকিছু বিদ্যুৎকেন্দ্র দরকার অন্ত্যত অক্সিজেন সরবরাহ ঠিক রাখার জন্য ।

0 Shares

৪০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ