হেমাঙ্গিনী -১

নীলকন্ঠ জয় ২৬ ফেব্রুয়ারি ২০১৪, বুধবার, ০১:০৭:২৯অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য

হেমাঙ্গিনী,
এসেছি তোমার দ্বারে অহমের আঁধার ভেদিয়া,
মরুচারীর বেশে অমীমাংসিত সন্ধি ছেদিয়া,
কাঞ্চনজঙ্ঘার শীতল চূড়ায় হীমপ্রপাতের -
প্রলোভনকে স্যালুট জানিয়ে, এসেছি চৈত্রের রোদে
তৃষ্ণার্ত চৌচির হৃদয়ে কামনার জল শিকারীর সাজে,
আঁচলতলের বদনখানি দেখবো বলে উড়নচন্ডী চোখে।।

হেমাঙ্গিনী,
তোমার উষ্ণ চাদরের ভাজে একটুখানি উষ্ণতার খোঁজে
সাইবেরিয়ার যাযাবর পাখির মতো এসেছি ছুটে,
তোমার মায়াবী মরীচিকায় উদ্ভ্রান্ত পথিকের মতো
ছুটে বেড়িয়েছি দাম্ভিক বালুকাঝড়কেও বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে,
তোমার ঘুম ঘুম চোখে এঁকে দিতে অখন্ড ভালোবাসার চুম্বন
প্লাবিত আঁধারেও হাতড়ে খুঁজেছি তোমার হৃদস্পন্দন।।

চলবে...

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ