হেমলক প্রেম

খাদিজাতুল কুবরা ৯ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ১২:১৫:৪৭পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য

আমি কি জানতাম?
অসময়ের প্রেমে ভালোবাসার চেয়ে বেশি থাকে হেমলক!
আচ্ছা আমাদের প্রেম যদি ঠিকঠাক সময়ে হতো তবে কি উপাধি পেতো হীরক?

আঠারো আর একুশ বছর বয়সের প্রেমই কি কেবল প্রেম?
বাকী সময়ে প্রেম হলে মূল্য চুকাতে হবে চোখের জলে,
আমি মানিনা এমন নিয়ম।

আমি তোমার বুকের জমিনে প্রেমের আবাদ দেখেছি,
ফসলের ক্ষেত বিনষ্ট হতে ও দেখেছি অসময় ঝড়ের  তান্ডবলীলায়,
আমি দক্ষিণা সমীরণে ভেজা চুলে নীল আঁচল মেলে অপেক্ষা প্রতীক্ষার দাবানলে পুড়েছি অবলীলায়।

অবশেষে ফিরে এসেছি রুক্ষ মলিন ভূমে,
নীলকণ্ঠীর মতো ছটফট করেছি,
জীবন্মৃত আত্মার অপমৃত্যু মেনে নিয়েছি হেমলক প্রেমে!

আমি আর বেঁচে নেই মনে প্রাণে,
মরে গেছি আমি হেমলক প্রেম পানে!
আমার আত্মার শব নিথর পড়ে আছে তোমার উঠোনে।
তুমি চাইলেও  তার সৎকার করতে পারবেনা,
শবের ব্যবচ্ছেদ দেখবে সংগোপনে।

আমি কি জানতাম?
আমাদের প্রণয়ের  উপাধি হবে হেমলক প্রেম!

 

১০/০৫/২০২০ইং

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ