বর্ষা-বিষণ্ণ হেমন্ত

ছাইরাছ হেলাল ২৫ অক্টোবর ২০১৯, শুক্রবার, ০৭:০২:১৫অপরাহ্ন একান্ত অনুভূতি ৩২ মন্তব্য

 

হেমন্ত!
এ কোন্ ক্রমাগত ঝরে পড়া,অক্লান্ত বিষণ্ণতা,এ-বেলায়,ও-বেলায়,অবেলায়! অহেতুক আটকে পড়া, আটকে যাওয়া, দিনান্তে-ও;হৃদয়ে কাঁপন জাগে হিম-বাতাসে, সান্নিপাতি বা ওলাওঠা না হোক, সামান্য গা-গরম তো হতেই পারে, বুকে নিমুউনিয়ার ডাক না হয় বাদ-ই দিলাম! এ-কী!দিনান্তে একটু তাড়িয়ে/নাড়িয়ে মজা দেখা/মজা নেয়া! দেখ্ এবার,কত বড় ‘ক’! নাকি গভীর কোন ষড়যন্ত্র! ফেলে রাখা ফেলে যাওয়া, কাঁচাপাকা ফসলের মাঠে, নৈমিত্তিক যাতনা-খেলার মত! লুকোচুরির এই বৃষ্টি, এই জল খেলার ছলে জান-প্রাণ নিয়ে লোফালুফি !

হে সোনালী হেমন্ত
ঝড়-জল দিয়ে বেমক্কা/আচমকা বেমানান পিলে-চমকানো খেলা বড়ই বেমানান;
আটকে আছি এই ধানসিঁড়িটির কাছে, আটকে গেছি এই-ই তীরে জন্ম জন্মান্তরে।
বর্ষা সৌরভের বর্ষা-মঙ্গল শেষ হোক এবার, মনোহর সোনালী উৎসবে।

নীলাঞ্জনা হেমন্ত,
আমাদের পাঁকে ফেলে পাঁজর কাঁপিয়ে এ কোন দেখে নেয়ার মজা মজা খেলা!
আঁকাবাঁকা জানা/অজানা অনেক –জানা সুমধুর পথের ডাকে উথল নৃত্যে পা ফেলো-না,
একাকিনীর ঘন-সবুজ-বনে দুষ্টুরা ছিটি বাজাচ্ছে ঢোল-কলমির ফুল হাতে!

অক্লান্ত উর্বশী সাহসিকা অপ্সরা হেমন্ত,
দুরন্ত-ডানার নবান্ন সোনালী কল্লোল রোদ নিয়ে ঐ আসছে , অনুপম উষ্ণ অনুরাগে।

0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ