নবান্ন এসেছে দ্বারে

ছাইরাছ হেলাল ২৩ অক্টোবর ২০১৯, বুধবার, ১২:২৫:১৯অপরাহ্ন একান্ত অনুভূতি ৩০ মন্তব্য

 

কাঁচা-পাকা অরণ্য-ধানের ঘ্রাণে
দগ্ধ-রৌদ্রের ডানা মেলে ছুটে আসে
পতঙ্গকুল, মৌ-গুঞ্জনে;

নিরাল রাতের স্বপ্ন-জোনাকি
নিভু নিভু করে জ্বলে, এই হেমন্তে,
কাঁপাকাঁপা হৃদয়ের মসৃণ-ধ্বনি
প্রতিধ্বনি তোলে, বিষণ্ণ-হৃদয়ের
দীর্ঘ-দেয়াল জুড়ে;

ছোট্ট বুনো-মৌমাছির নীল-গুঞ্জন
নিরন্তর শুনি, উদাসী দুপুরের প্রাণের নিখিলে;
দোল খাওয়া সোনা-ধানের বনে
আগুনের শিখা হাওয়ায় ভাসে,
এক ফোঁটা মেঘ একটু ঝুম বৃষ্টির ঝলকে
ফিরে আসবে উজ্জ্বল শরীরী বাসনার মিলন-বিলাস;

স্বপ্নাঞ্জলি-আঁকা-চোখের হে হেমন্ত মেয়ে
চোখ তোলো, নবান্ন এসেছে দ্বারে।

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ