অফিসিয়াল কাজে খুলনার কয়েকটি উপজেলায় গিয়েছিলাম, কয়েকটি ইউনিয়নে মন্দিরের উঠানে উক্ত এলাকার হিন্দু - মুসলমানসহ বিভিন্ন বয়সের নারী ও পুরুষের সাথে প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা করছিলাম। প্রকল্পগত আলোচনা শেষে তাদের সাথে আমার কিছু ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা  করার সুযোগ হয়েছিল ---
কৌশলে হিন্দু আর মুসলমানের সম্পর্ক নিয়ে কথা বলায় তারা বলছিল যে আমরা এই এলাকার মানুষেরা মিলে মিশেই থাকি, যে কোন উৎসবে আমরা একে অপরকে নিমন্ত্রন/দাওয়াত করি-- বিপদে আপদে আমরা এগিয়ে যাই--আর ঝগড়া ঝাটিতো পরিবারেও হয়, বন্ধু বান্ধবের মধ্যেও হয়, যদি কখনো ঝগড়া হয় তো আমরা মিটাইয়া নেই/মিটাইয়া দেই -- একজন বললো আমরা মওসুমের ফলও সবার বাড়ি সাধ্যমত দেই -- একজন হিন্দু দাদা বললেন যে শিক্ষতদের মধ্যে ভ্যাজাল, আমাদের মধ্যে কোন ভেজাল নাই - তারা ভেজাল লাগাইয়া /প্যাচ লাগাইয়া ফয়দা লুটতে চায় - কিন্তু আমরা শান্তিতেই আছি, খুবই ভাল আছি ---এই দেশেই থাকতে চাই জন্ম জন্মান্তর ---এক জায়গায় দেখলাম হিন্দু মুসলমান মিলে মিশে আম কেটে খাচ্ছে --গল্পের ছলে বললাম, আরে এতে জাত যায় না --তারা বললেন, জাত আবার কিসে -- আমরাতো সবাই মানুষ ---

আমার খুবই ভাল লাগলো -- খুবই শান্তি পেলাম মনের মধ্যে --- এভাবেই আমরা মিলে মিশে থাকবো-----মিলে মিশেই থাকতে চাই এই দেশের মাটিতে ---এই বাংলাদেশের মাটি, পানি, হাওয়া, গাছপালা, নদ নদীসহ সব-ই সবার -- এই দেশের প্রতিটি ধর্ম বর্ণ আর শ্রেণী মিলে আমরা মন ভিজাবো -- আমরা পাশাপাশি কাজ করবো ----সহযোগিতার হাতটি বাড়িয়ে দিবো, যেমনটি আগেও দিয়েছি ----

নোট: যারা বলে আগামী ২০ বছরের মধ্যে বাংলাদেশ হিন্দু শুন্য হয়ে যাবে--তাদের ভাবনা ভুল -- কিভাবে সম্পর্কগুলো আরো ভাল করা যায় তার চেষ্টা করতে হবে --- বাড়িতেও আমাদের ভাইবোনের মাঝে ঝগড়া হয়, সমাজেও হয়, সেখানে কেউ না কেউ তা মিটিয়ে দেয় --কিন্তু সেই ঝগড়াকে পূঁজি করে আরো বাতাস দিয়ে সেই ছোট ঘটনাকে বড় করা কোন ক্রমেই উচিত নয় --- । বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান এক্য পরিষদ আছে ---কিন্তু সেখানে যদি এমন হতো যে হিন্দু,মুসলাম, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ - তাহলে কত ভাল হতো, পরষ্পর হাতে হাত মিলিয়ে কাজ করা আরো সহজ হতো, এটাও একটা কৌশল সম্পর্কগুলোকে আরো জোরদার করার জন্য ---

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ