হায়রে করোনাভাইরাস!
পৃথিবীর করে দিলে একি সর্বনাশ।
থমকে দিয়েছ পৃথিবীকে।
স্থবির করে দিয়েছ মানুষের জীবনকে।
বদলে গেছে মানুষের জীবনধারা
মানুষের জীবন থেকে চলে গেছে আনন্দধারা।

জংগলের জীব জন্তু পশু পাখি আজ উন্মুক্ত
ঘরবন্দী আক্রান্ত স্বজনহারা মানুষ আজ অশ্রুসিক্ত।
সড়ক পরিবহন আকাশ আর নৌপথ হয়েছে বন্ধ।
জীবন জীবিকার সব পথ আর উৎস সবকিছুই অবরূদ্ধ।
মানুষের অবিচার জুলুম বন্ধ থাকায় পরিবেশ প্রকৃতি ফিরে পেয়েছে তার স্বরূপ।
বায়ু শব্দ নদ-নদী সাগর পরিবেশ দূষণ বন্ধের উপহার স্বরূপ।
বিধির মোঘ বিধান ভাইরাস সংক্রমণ রোধে মানতে হচ্ছে সামাজিক দূরত্ব।
আসলে সামাজিক তো নয় যা সৃষ্টি করেছে মানুষের মাঝে শারীরিক আর মানসিক দূরত্ব।
করোনার কারণে মানবতা সহমর্মিতা সহানুভূতি হয়ে গেছে ভোতা মৃতপ্রায়।
আপন হয়ে গেছে পর  বিপদ আপদের এমন  দুঃসময়ে কেউ যেন কারো নয়।
পিতা মাতা ভাই বোন যায় মরে কেউ থাকে না পাশে।
পাষাণ পাথর হৃদয়ের ভাবখানা এই তাতে আমার কি বা যায় আর আসে।
করোনা তুমি মানুষকে করেছ বিবেকবর্জিত পাষণ্ড, পশু, দানবের প্রতিচ্ছায়া।
মানুষ মরে কেউ ছুটে আসেনা দাফনে শ্মশানে গীর্জায় নেই মানুষের লজ্জা শরম মায়া।
এখন সবাই এক সুরে গান গায়না হাতে রাখে না হাত করে না কোলাকুলি।
আমাদের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য সভ্যতা ধর্মীয় রীতিনীতি সবকিছু যেন গেছে ভুলি।
এমন পাষাণ জীবন যাপন জীবনাচার সামাজিক দূরত্ব মনে প্রাণে তো চাইনি তো কভু।
করোনাভাইরাস তুমি পৃথিবীকে করে দিলে বিরাণভূমি তার থেকে পরিত্রাণ চাই প্রভু।
প্রভু তুমি দয়া করো নির্মূল করে ফিরিয়ে দাও আমাদের করোনাভাইরাসমূক্ত পৃথিবী।
ফিরিয়ে দাও মনুষ্যত্ববোধ মানবতা মানুষের হৃদয়ের ভালবাসা প্রেম প্রীতির পৃথিবী।
মানুষের মধ্যে ফিরে আসুক নৈতিকতা সহমর্মিতা আর্ত মানবতার সেবা সহানুভূতি।
আবার গড়ে উঠুক মানুষের মধ্যে বিনয় শ্রদ্ধা স্নেহ ভ্রাতৃত্ব সৌহার্দ্য আর সম্প্রীতি।

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ