হবেই বা না কেন ?

রিমি রুম্মান ৩০ এপ্রিল ২০১৪, বুধবার, ০৯:২৭:৫২পূর্বাহ্ন কবিতা ২২ মন্তব্য

একটা কবিতা লিখি, কাটাকুটি করি
যন্ত্রণাটা তীব্রতর হয়, মাথাচাড়া দিয়ে উঠে
কতটা যন্ত্রণার ভেতর দিয়ে গেলে
কাটাকুটি হয়, অনুভব কর ?

একটা গল্প লিখি, কাগজটি দুমড়ে মুচড়ে ফেলি
নোনা জলে ঝাপসা হয়ে আসে দু'চোখ
কতটা হতাশার মধ্য দিয়ে গেলে
নিজের সৃষ্টিকে দুমড়ানো মোচড়ানো হয়, বুঝো ?

শেষ অবধি কবিতারা হয় ছন্দহীন
গল্পেরা হয় হিজিবিজি, লাগে শব্দজট
বসন্ত সকালে অকারনে ডাকে বিরহী কোকিল
পরন্ত বিকেলের সূর্যটাও হাসে বিদ্রুপের হাসি ।

হবেই বা না কেন___
কতোটা কাল তুমি আমার খবর লও না, ভাবো ?

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ