স্মৃতি………

সায়মা নুর নাতাশা ২৮ মে ২০১৬, শনিবার, ১০:০০:৪২অপরাহ্ন একান্ত অনুভূতি ১৯ মন্তব্য

aboutworkingmemory

২৭-০৫-২০১৬

সময় দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট। দুপুরের খাওয়া প্রায় শেষের দিকে। ক্যালেন্ডারের দিকে তাকিয়ে দেখছিলাম আজ তারিখ কত। হঠাৎ আমি শুধু তাকিয়েই থাকি। ফ্যানের বাতাসে ক্যালেন্ডারের কিছু পাতা উড়তে থাকে। চোখ স্থির। ঝাপসা হয়ে আসে। পলকহীন চোখে আমি ভাবতে থাকি খানিক। আজ আছি। এখন আছি। হয়তো একটু পর আর থাকবো না! কখনোই আসবো না। কেউই পাবে না আমায়। কিন্তু...বছরের পর বছর ক্যালেন্ডার এর পাতা এভাবেই উড়তে থাকবে। দিন, মাস, বছর এগোবে...আর সময়ের সাথে মানুষ একটু একটু করে ভুলতে থাকবে আমায়। দু চার দিন কেউ হয়তো আমার কথা বলবে। পরে আস্তে আস্তে সব স্বাভাবিক হতে থাকবে। পরিবার আর হাতে গোনা কিছু বন্ধুই আমাকে মনে রাখবে... হয়তো! আবার ব্যস্ততায় নিজেকে...নিজের সংসার গোছাতে গিয়ে আমাকে ভুলিয়ে ফেলবে... হয়তো! হাজারো ব্যস্ততার মাঝে হঠাৎ করে মনে পরে যাবে! হয়তো কেউকে বলবে...আমার এইরকম একটা বন্ধু ছিলো। আজ নেই। মন খারাপ করবে একটু। মিস করবে একটু। বলতে বলতে অন্য কাজে ব্যাস্ত হতেই ভুলে যাবে...হয়তো!

সবাইকে দেখবো আমি। কে কেমন আছে। সবাই আমাকে ভুলেই থাকবে...আপন পর। সবাই। আর আমি...দেখা ছাড়া কিছুই করতে পারবো না। শুধুই দেখে যাবো...

সবার কথা ভাবতে ভাবতে হঠাৎ চোখ ভরে এলো পানিতে। খুব মিস করবো আমি সবাইকে...হয়তো।

কালের বিবর্তনে সবাই সবাইকে ভুলে যায়। থেকে যায় শুধু কিছু স্মৃতি।।।

o-BRAIN-MEMORY-facebook

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ