স্ব রচিত কবিতা

নাজমুল হুদা ২৩ ফেব্রুয়ারি ২০২০, রবিবার, ০৫:৫০:০২অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য

(১)

দুর্বল খতিয়ান
[]

সময়ের মুখোশে তুমিই মুখোমুখি হও
মুখস্থ হৃৎপিণ্ডে রূপান্তরিত হয় চরিত্র
স্নেহের চোখে দ্বিতীয় মুদ্রণ বহুগামিতার।

এখন তো কেউ কেউ চুক্তিবদ্ধ বিশ্বাসে
দুর্বল খতিয়ানে প্রেম নকশা বুঝে গেলে
বলতে চায়-‌ আমার মতোই আমি, চলবে?

(২)

উড়াল পাখি
[]

ছেড়ে রুপালি পাখি
নিজের খাঁচায় ফিরে এলাম
উড়তে দিলাম তোমায়- উড়ো।

ছেড়ে সোনার পাখি
এক আকাশ ভুলে ছিলাম
ফিরতে চাইলে আবার- এসো!

নেত্রকোণা, ময়মনসিংহ।

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ